শুভব্রত মুখার্জি: বৃহস্পতিবার চলতি এশিয়া কাপের ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে শুধু জিতলেই হত না ভারতীয় হকি দলকে। তাদের জিততে হত বড় ব্যবধানে তবেই তাদের পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার ৪-এ যাওয়ার রাস্তা পরিষ্কার হত। আর ঠিক সেই কাজটাই করে দেখাল সর্দার সিংয়ের প্রশিক্ষণাধীন ভারতীয় দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার ডিফেন্সকে ভেঙে খান খান করে দিলেন ভারতীয় খেলোয়াড়রা। সুনামির জলের তোড়ের মতো ইন্দোনেশিয়ার ডিফেন্সের বাঁধ ভেঙে তাদেরকে গোল বন্যায় ভাসাল ভারতীয় হকি দল। ১৬-০ গোলে বিপর্যস্ত করল ইন্দোনেশিয়া দলকে।
এশিয়া কাপে নিজেদের পুলের প্রথম ম্যাচে ভারত তদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ২-৫ গোলে হেরে যাওয়ার ফলে পরের রাউন্ডে তাদের যাওয়া ছিল অনিশ্চিত। এদিন দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ২-৩ গোলে জাপানের কাছে হেরে গেলে ভারতের জন্য আশার আলো দেখা দেয়। বড় ব্যবধানে তারা জিতলেই পরের রাউন্ডে যাবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের হয়ে ম্যাচে দীপশান তিরকে একাই করেন ৫ গোল। প্রসঙ্গত ভারতকে পরের রাউন্ডে যেতে গেলে ১৬ গোল বা তার বেশি ব্যবধানে ম্যাচটা জিততে হত। আর পুল-এ'র শেষ ম্যাচে তারা সেটাই করে দেখাল।
এদিন ম্যাচের ১১ মিনিটের পবনের ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত। ১২ মিনিটেই ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন পবন রাজভর। তখন ইন্দোনেশিয়ার ডিফেন্সে আক্রমণের ঢেউ উঠেছে ভারতের। চোখের পলক ফেলতে না ফেলতেই ১৪ মিনিটে উত্তম সিং ভারতের হয়ে তৃতীয় গোল করেন। প্রথম কোয়ার্টার শেষে ভারত ৩-০ ফলে এগিয়ে ছিল। ১৮ মিনিটে এসভি সুনীল পেনাল্ট কর্ণার থেকে ভারতকে ৪-০ ফলে এগিয়ে দেন। ঠিক তার পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিলাম সঞ্জীব ভারতের হয়ে ৫-০ করেন। নিজের দ্বিতীয় গোল করে ভারতের হয়ে ৬-০ করেন সুনীল। দ্বিতীয় কোয়ার্টার শেষে ভারতের পক্ষে স্কোর ছিল ৬-০।
ভারতের হয়ে ৭-০ করেন কার্তি সেলভাম। ৪১ মিনিটে দীপশান তিরকে ম্যাচে নিজের প্রথম এবং ভারতের হয়ে অষ্টম গোল করেন। ঠিক তার পরের মিনিটেই ভারতের হয়ে নবম এবং নিজের দ্বিতীয় গোল করেন তিরকে। আব্রাহাম সুদেব ভারতের হয়ে ১০ম গোলটি করেন। তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ১০ গোলে এগিয়ে ছিল। ৪৬তম মিনিটে আব্রাহাম সুদেব ম্যাচে তার দ্বিতীয় এবং ভারতের হয়ে ১১তম গোলটা করেন। ভারতের হয়ে ১২তম গোলটি করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিরকে। নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে ভারতের হয়ে ১৩তম গোলটি করেন পবণ রাজভর। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে কার্তি সেলভাম ভারতের ১৪তম গোলটি করেন। এরপর ম্যাচে নিজের চতুর্থ এবং পঞ্চম গোলটি করে ভারতকে ১৬-০ ফলে বিরাট জয় এনে দিয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেন দীপশান তিরকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।