বাংলা নিউজ > ময়দান > Asia Cup 2022 Super-4 Fixtures: গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, দেখে নিন সুপার ফোরে কবে কাদের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিতরা

Asia Cup 2022 Super-4 Fixtures: গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, দেখে নিন সুপার ফোরে কবে কাদের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিতরা

সুপার ফোরের যোগ্যতা অর্জন করল ভারত। ছবি- এএনআই (ANI)

পাকিস্তান ও হংকংকে হারিয়ে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে চলতি Asia Cup-এর সুপার ফোরের যোগ্যতা অর্জন করে টিম ইন্ডিয়া।

পাকিস্তানকে হারানোর পরেও নিশ্চিত ছিল না ছবিটা। তবে হংকংকে হারিয়ে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে চলতি এশিয়া কাপের সুপার ফোরের যোগ্যতা করে ভারত। অফগানিস্তানের পরে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। আফগানিস্তান ব্রি-গ্রুপের ২টি ম্যাচেই জয় তুলে নেয়। ফলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয়।

এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরের লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও হংকং। মুখোমুখি লড়াইয়ে যে দল জিতবে, তারা গ্রুপের বাধা টপকাবে। বিদায় নিতে হবে অন্য দলকে।

ছবিটা হুবহু একই রকম বি-গ্রুপের ক্ষেত্রেও। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যে দল সম্মুখসমরে জয় তুলে নেবে, আফগানিস্তানের পরে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে যাবে তারাই।

ভারত বুধবার সুপার ফোরে জায়গা করে নেওয়ার পরে দ্বিতীয় রাউন্ডের ক্রীড়াসূচি স্পষ্ট হয়ে যায়। কারা কবে কোন দলের বিরুদ্ধে মাঠে নামবে, তার ধারণা পাওয়া যায় ভারতের হংকংকে হারানোর সঙ্গে সঙ্গেই। চোখ রাখা যাক চলতি এশিয়া কাপের সুপার ফোরের ক্রীড়াসূচিতে-

আরও পড়ুন:- আরও পড়ুন:- IND vs HKG Asia Cup: বোলাররা সাদামাটা, সূর্য-কোহলির ব্যাটে দাপুটে জয় ভারতের

এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোরের ক্রীড়াসূচি:-
৩ সেপ্টেম্বর (শনিবার): আফগানিস্তান বনাম বাংলাদেশ/শ্রীলঙ্কা (শারজা)।
৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান/হংকং (দুবাই)।
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): ভারত বনাম আফগানিস্তান (দুবাই)।
৭ সেপ্টেম্বর (বুধবার): পাকিস্তান/হংকং বনাম বাংলাদেশ/শ্রীলঙ্কা (দুবাই)।
৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ভারত বনাম বাংলাদেশ/শ্রীলঙ্কা (দুবাই)।
৯ সেপ্টেম্বর (শুক্রবার): আফগানিস্তান বনাম পাকিস্তান/হংকং (দুবাই)।

এশিয়া কাপের ফাইনালের সূচি:-
১১ সেপ্টেম্বর (রবিবার): সুপার ফোর রাউন্ডের এক নম্বর দল বনাম সুপার ফোর রাউন্ডের দুই নম্বর দল (দুবাই)।

আরও পড়ুন:- IND vs HKG: ৬, ৬, ৬, ০, ৬, ২, শেষ ওভারে বাজিমাত, রোহিতদের সঙ্গে এলিট লিস্টে সূর্যকুমার যাদব, ভিডিয়ো

এশিয়া কাপ ২০২২-এর পয়েন্ট টেবিল:-
এ-গ্রুপ:
১. ভারত: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট +১.০৯৬)।
২. পাকিস্তান: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.১৭৫)।
৩. হংকং: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -২.০০০)।

বি-গ্রুপ:
১. আফগানিস্তান: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট +২.৪৬৭)।
২. বাংলাদেশ: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.৭৩১)।
৩. শ্রীলঙ্কা: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -৫.১৭৬)।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন