প্রায় নয় মাস পর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। দল। ২০২২ এশিয়া কাপে ২৮ আগস্ট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাক মহারণ। উত্তেজনার এই ম্যাচের জন্য সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে ভারত ১০ উইকেটে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছিল।
কিন্তু এ বার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য পাকিস্তানের পাঁচ প্লেয়ারকে আটকাতেই হবে টিম ইন্ডিয়াকে। এর মধ্যে রয়েছেন অধিনায়ক বাবর আজম থেকে শুরু করে চতুর্থ স্পিনার শাদাব খান। এশিয়া কাপের জন্য ভারতীয় দল ২০ অগস্ট সংযুক্ত আরব আমিরশাহিতে রওনা দেবে। তার আগে ভারতীয় দলে অন্তর্ভুক্ত সমস্ত খেলোয়াড় ব্যাঙ্গালোরে পৌঁছে যাবেন, সেখানে তাঁদের ফিটনেস পরীক্ষা হবে।
বিস্ফোরক বাবর আজম
টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজম গত দুই বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ভারতের বিপক্ষে দারুণ রেকর্ড রয়েছে, এই ডানহাতি ব্যাটসম্যানের। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। একই সঙ্গে ওয়ানডেতে পাঁচ ম্যাচে করেছেন ১৫৮ রান। সবগুলো ম্যাচই ছিল আইসিসি টুর্নামেন্টের। তবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছেন বাবররা।
আরও পড়ুন: Asia Cup-এ ভারতের বিরুদ্ধে কি ৩-০ করতে পারবে পাকিস্তান? অপ্রত্যাশিত উত্তর বাবরের
ধ্বংসাত্মক আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফাস্ট বোলারদের একজন। তবে চোটের কারণে ২২ বছরের বাঁ-হাতি পেসার এশিয়া কাপে অনিশ্চিত। তিনি যদি খেলেন, তাহলে তাঁকে মোকাবিলা করা সহজ হবে না। গত বছর দুবাইতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির স্পেল টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে ভেঙে দিয়েছিল। চার ওভারে ৩১ রানে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি।
দুরন্ত ওপেনার রিজওয়ান
উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান যে কোনও দলকে ছিন্নভিন্ন করতে পারদর্শী। টি-টোয়েন্টিতে অধিনায়ক বাবরের সঙ্গে ইনিংস শুরু করেন বিশ্বের তিন নম্বর ব্যাটসম্যান রিজওয়ান। এই দু'জনের ওপেনিং জুটি টি-টোয়েন্টিতে রেকর্ড সংখ্যক ৬ বার ১০০ প্লাস পার্টনারশিপ করেছে। ২৮ ইনিংসে ১৫৪০ রান করেছেন রিজওয়ান-বাবর। ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন রিজওয়ান।
আরও পড়ুন: শাহিনের দলে না থাকা, আর বুমরাহর না থাকার মধ্যে অনেক তফাৎ- দাবি পাক প্রাক্তনীর
সেঞ্চুরির রাজা ফকর জমান
টপ অর্ডার বাঁ-হাতি ব্যাটসম্যান ফকর জমান ভারতের বিপক্ষে এখনও কোনও টি-টোয়েন্টি খেলেননি। তবে ওয়ানডেতে প্রচুর রান করেছেন। বর্তমান পাকিস্তান দলে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। চার ম্যাচে তিনি ২০৭ রান করেছেন। পাঁচ বছর আগে ওভাল মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১১৪ রান করেছিলেন জামান।
চতুর শাদাব খান
২২ বছরের অলরাউন্ডার শাদাব খান খুব স্মার্ট খেলোয়াড়। ভারতের বিপক্ষে মোট ছ'টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি নিয়েছেন পাঁচ উইকেট। গত বছর ভারত-পাকিস্তানের একমাত্র টি-টোয়েন্টিতেও উইকেট নেন তিনি। তিনি চারটি ওয়ানডেতে ৫২ রান করেছেন এবং চারটি উইকেটও নিয়েছেন। এই স্পিনারের বোলিং জাদুতে যে কোনও ব্যাটারই বিপাকে পড়তে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।