টিম ইন্ডিয়া ২০২২ এশিয়া কাপের প্রস্তুতির জন্য বুধবার তাঁদের প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছিল। নেটে বিরাট কোহলি, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বহু ক্ষণ অনুশীলন করেছেন। দুই তারকা খেলোয়াড়কেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে। বিশেষ করে কোহলি যে ভাবে স্পিনারদের পেটালেন, সেটা দেখে অনেকেই দাবি করেছেন, এটা তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত।
আরও পড়ুন: কোহলির সঙ্গে বাবর-ওয়ার্নার-উইলিয়ামসন-রুটের তুলনা আমাকে হতবাক করেছে-রবি শাস্ত্রী
বিরাট কোহলি চূড়ান্ত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ২০২২ আইপিএলের পরে শুধুমাত্র ইংল্যান্ড সফরের ম্যাচ খেলেছেন তিনি। এর পরে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ২০১৪ সালে ইংল্যান্ড সফরের উদাহরণই Asia Cup-এর আগে অনুপ্রাণিত করছে কোহলিকে
বিরাট কোহলি প্রথম নেট সেশনে বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং-এর বিরুদ্ধে খেলার পর, স্পিনার যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মুখোমুখি হয়েছিলেন। কোহলিকে স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করে বড় শট খেলতে দেখা গিয়েছে। পাশাপাশি আর্শদীপের বলেও তিনি নিজের জাত চিনিয়েছেন। কোহলির পাশাপাশি রোহিতও নেটে স্বচ্ছন্দ ছিলেন। শুরুতে তিনি কিছুটা ধরে কয়েকটি বল খেলেন, তবে তার পরে তাঁকে আক্রমণাত্মক ফর্মে শট খেলতে দেখা যায়।
২০২২ এশিয়া কাপে ভারতীয় দল ২৮ অগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দুই দল প্রথম বারের মতো মুখোমুখি হবে। শেষ ভারত-পাক মহারণে বাবর আজমের দল ১০ উইকেটে জিতেছিল। এ বার বদলা নিতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ভারত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২৪টি ম্যাচ খেলেছে, যার মধ্যে দলটি ১৯বারই জয় ছিনিয়ে নিয়েছে তারা। আশা করা হচ্ছে, এশিয়া কাপেও জয়ের ধারা বজার রাখবে রোহিত শর্মার দল। পাশাপাশি নতুন ছন্দে তাদের দেখা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।