বাংলা নিউজ > ময়দান > Asia Cup Final 2022: রিজওয়ান স্লো খেলেছে বললে আমায় ট্রোল করা হয়, তবে আমি সত্যিটা বলব, বিস্ফোরক আক্রম

Asia Cup Final 2022: রিজওয়ান স্লো খেলেছে বললে আমায় ট্রোল করা হয়, তবে আমি সত্যিটা বলব, বিস্ফোরক আক্রম

মহম্মদ রিজওয়ানের স্লো-ব্যাটিং নিয়ে ফের ক্ষোভ প্রকাশ ওয়াসিম আক্রমের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে রান তাড়া করতে নেমে ওপেনার রিজওয়ান ৪৯ বলে ৫৫ রান করলেও, তাঁর স্ট্রাইকরেট মাত্র ১১২.২৪ ছিল। আর ম্যাচটি পাকিস্তান ২৩ রানে হেরে যায়। স্বভাবতই রিজওয়ান রান পেলেও তাঁর স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম ২০২২ এশিয়া কাপের ফাইনালের পরে শ্রীলঙ্কা দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং বলেছেন যে, লঙ্কা ব্রিগেড পুরো টুর্নামেন্ট জুড়ে যে ভাবে খেলেছে, তাদের শিরোপা প্রাপ্য ছিল। এ ছাড়াও আক্রম আরও বলেছেন যে, তিনি যখন ২০২২ এশিয়া কাপের সময়ে মহম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন, তখন পাকিস্তানি ভক্তরা তাঁকে আক্রমণ করেছিলেন। এবং সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে উপহাস করা হয়েছিল। ২০২২ সালের এশিয়া কাপে রিজওয়ান সবচেয়ে বেশি রান করেছেন। কিন্তু তাঁর স্ট্রাইক রেট নিয়ে তিনি সমালোচিত হচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন রিজওয়ান, কিন্তু স্ট্রাইক রেট ছিল মাত্র ১১২।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলবেন না রোহিতরা, ফের নতুন অধিনায়ক?

ম্যাচ শেষে স্টার স্পোর্টসে আক্রম বলেন, ‘আমি টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম যে, পাকিস্তানি ওপেনাররা হয়তো খুব বেশি গোলমাল না করলেও, তাদের কিন্তু লড়াই কষ্টসাধ্য হবে। ফাইনাল ম্যাচেও তাই হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যাঙ্করিং ভূমিকার কোনও মানে হয় না। এটা ওভাররেটেড। আপনার ১০ উইকেট এবং ২০ ওভার আছে। আমি ভারতের নতুন ফর্ম্যাটটা পছন্দ করছি। শ্রীলঙ্কারও ইনিংস নোঙর করার মতো কেউ নেই। আপনি যখন পাকিস্তানের পদ্ধতির কথা বলেন, আপনি যখন ১৭১ রান তাড়া করছেন, তখন ১৬তম ওভারে রিজওয়ান ১০৪ স্ট্রাইক রেটে খেলছে। এটা আমার বোধগম্যের বাইরে।’

আরও পড়ুন: বুমরাহ-হার্ষাল ফিরলে শামি সুযোগ পাবেন? কী হবে T20 WC-এ ভারতীয় দল? জানা যাবে হয়তো আজ

আক্রম আরও বলেন, ‘মনে করে দেখবেন, হংকংয়ের বিপক্ষেও ও একই কাজ করেছিল। আমি তখন ওর সমালোচনা করেছিলাম, যা একটি সুস্থ সমালোচনা ছিল এবং লোকেরা আমাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছিল। পাকিস্তানি ভক্তরা বলেছিলেন, আমি রিজওয়ানকে সমর্থন করি না। আপনি যদি আমার মতামত চান, তা হলে আমি সেই ভাবেই দেব। যা ঠিক, সেটা ঠিক বলব। যেটা ভুল, তাকে ভুল বলব।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে রান তাড়া করতে নেমে ওপেনার রিজওয়ান ৪৯ বলে ৫৫ রান করলেও, তাঁর স্ট্রাইকরেট মাত্র ১১২.২৪ ছিল। আর ম্যাচটি পাকিস্তান ২৩ রানে হেরে যায়। স্বভাবতই রিজওয়ান রান পেলেও তাঁর স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

বন্ধ করুন