এশিয়া কাপে লজ্জার ইতিহাস ফেরাল বাংলাদেশ। দু-একবার নয়, বরং এই নিয়ে তিন-তিনবার অত্যন্ত হতাশাজনক এক নজির গড়ে তারা। প্রথম দু'বার বাংলাদেশের ছেলেরা ব্যর্থতার নতুন অধ্যায় রচনা করেন। এবার বাংলাদেশের মেয়েরা ছেলেদের দেখানো পথে হাঁটেন।
এশিয়া কাপের ফাইনাল খেলার ঠিক পরের মরশুমে শেষ চারে পৌঁছতে না পারা একমাত্র দল হল বাংলাদেশ। ছেলেদের এশিয়া কাপে দু'বার এমন কাণ্ড ঘটিয়েছে তারা। বাংলাদেশের মহিলা ক্রিকেট দল তো আরও এক পা এগিয়ে যায় ছেলেদের থেক। কেননা তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়াইয়ে নেমে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়।
২০১২ সালে ছেলেদের এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় তারা। ২০১৪ সালে পরবর্তী এশিয়া কাপের শেষ চারে পৌঁছতে পারেনি বাংলাদেশ।
আরও পড়ুন:- BCCI Election: আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান সৌরভের, রিপোর্ট
দ্বিতীয়বার এমন ঘটনা ঘটে চলতি বছরে অর্থাৎ ২০২২ সালে। ২০১৮ সালে ছেলেদের এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। খেতাবি লড়াইয়ে তারা হার মানে ভারতের কাছে। এবছর এশিয়া কাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয় শাকিব আল হাসানদের। তাঁরা সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারেননি।
এবার চলতি মেয়েদের এশিয়া কাপের গ্রুপ লিগ থেকেই ছিটকে যেতে হয় বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। যদিও এক্ষেত্রে ভাগ্যের হাতেও কিছুটা মার খেতে হয় তাদের। কেননা আমিরশাহির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচটি ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হয় বাংলাদেশকে।
সেকারণেই বাংলাদেশকে টপকে সেমিফাইনালে ওঠে থাইল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হল, কুয়ালা লামপুরে গত মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাই এবার তারা ঘরের মাঠে লড়াইয়ে নেমেছিল খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।