শুভব্রত মুখার্জি: হিরো এশিয়া কাপ হকির পুল ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হারতে হল ভারতীয় দলকে। ৫-২ ফলে কার্যত ভারতকে উড়িয়ে দিল জাপান দল। জাপানের কাছে এই হারের ফলে পরের রাউন্ডে যাওয়ার রাস্তাটা ভারতের জন্য বেশ কঠিন হল তা বলাই বাহুল্য। পরের রাউন্ডে যেতে গেলে পুল-এ'তে তাদের পরের ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে। আশা করতে হবে পাকিস্তান-জাপান ম্যাচের ফল তাদের পক্ষে যাক। তবেই সুপার-৪'এ যেতে পারবে তারা।
জাপানের হয়ে ম্যাচে এদিন জোড়া গোল করেন কোসেই কাওয়াবে (৪০,৫৬)। কেন নাগাইয়োসি (২৪),রিয়োমা উকা (৪৯) এবং কোজি ইয়ামাসাকি (৫৪) ম্যাচে জাপানের হয়ে গোল করে তাদের জয় নিশ্চিত করে। ভারতের হয়ে ৪৫ মিনিটে পাওয়ান রাজভর এবং ৫০ তম মিনিটে উত্তম সিং ফিল্ড গোল করলে ও ভারতের হয়ে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি। উল্লেখ্য এই পুলে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ভারতীয় দল। অন্যদিকে জাপান তাদের প্রথম ম্যাচে ৯-০ গোলে হারিয়েছিল ইন্দোনেশিয়াকে।
এদিন ম্যাচের শুরু থেকেই ভারতীয় ডিফেন্সের উপর চাপ বাড়ায় জাপান। ভারতের জন্য কাউন্টার অ্যাটাকের খুব কম জায়গা তারা ছেড়েছিল। প্রথম কোয়ার্টার এদিন গোলশূন্যভাবে শেষ হয়। ভারতীয় ডিফেন্সে এদিন একাধিক ভুল হয়। যার সুযোগে ভারতকে 'শাস্তি' দিতে ভোলেননি জাপানি খেলোয়াড়রা। ভারত তাদের পুলের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।