বাংলা নিউজ > ময়দান > Asia Cup India Vs Pak: ‘কোনও বদল লক্ষ্য করিনি’, ভারত-পাক মহারণের আগে কোহলিকে নিয়ে বড় মন্তব্য রোহিতের

Asia Cup India Vs Pak: ‘কোনও বদল লক্ষ্য করিনি’, ভারত-পাক মহারণের আগে কোহলিকে নিয়ে বড় মন্তব্য রোহিতের

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে নামার আগের দিন মিডিয়ার সঙ্গে কথা বলার সময় রোহিত জানান যে তিনি নেটে কোহলির ব্যাটিং দেখেছেন। এবং রোহিতের মতে, কোহলি নিজের পুরোনো ছোঁয়া ফিরে পেয়েছেন।

প্রায় একমাসের ব্যবধান। ফের একবার ভারতীয় জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। যদিও তাঁর ফর্ম নিয়ে অনেকের মনেই সন্দেহ জন্মেছে। বিরাট কোহলি এখন আর সেই নির্ভর যোগ্য ‘রান-মেশিন’ নন। এটাই সব ভারতীয় সমর্থকের আশঙ্কা। এই আবহে বিরাটকে নিয়ে মুখ খুললে সতীর্থ তথা দলের অধিনায়ক রোহিত শর্মা। যখন বিরাটের ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে। জিমবাবওয়ে সফরে বিশ্রাম নেওয়ার জন্য বিরাটের সমালোচনা হয়েছে। এমন সময় অধিনায়ক রোহিত বিরাটকে নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে নামার আগের দিন মিডিয়ার সঙ্গে কথা বলার সময় রোহিত জানান যে তিনি নেটে কোহলির ব্যাটিং দেখেছেন। এবং রোহিতের মতে, কোহলি নিজের পুরোনো ছোঁয়া ফিরে পেয়েছেন। রোহিত জানান, কোহলির এই বিরতি প্রাপ্য ছিল। তাঁকে সতেজ দেখাচ্ছে বলেও দাবি করেন রোহিত।

রোহিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি যতটা দেখেছি তাতে আমি অনুভব করলাম কোহলি খুব ভাল ছোঁয়ায় আছে। তিনি তাঁর ব্যাটিংয়ের দিকে অনেক পরিশ্রম করেছেন। তাঁকে দেখে মনে হচ্ছে না তিন অনেক কিছু নিয়ে ভাবছেন। তিনি ঠিক একই আছেন। অসাধারণ কিছু পরিবর্তন লক্ষ্য করিনি। তিনি এক মাসের বিরতির পরে ফিরে আসছেন। তাই তাকে ফ্রেশ দেখাচ্ছে এবং আরও ভালো ছোঁয়ায় আছেন।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কোহলির ফর্ম নিয়ে অনেক সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ২০১৯ সালের পর থেকে একটিও সেঞ্চুরি করেননি। আর এই বছর জাতীয় দলের জার্সিতে তিনি শুধুমাত্র একবার ৫০ রানের গণ্ডি পার করেছেন কোহলি। ২০২২ আইপিএলের পর শুধুমাত্র ইংল্যান্ড সফরেই ক্রিকেট খেলেছেন। এর পরে তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং জিমবাবওয়ের সফরের জন্য বিশ্রাম নেন। দীর্ঘ বিরতির পরেই এশিয়া কাপে দলে ফিরেছেন বিরাট। আর এই টুর্নামেন্টে পুরনো ছন্দে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। অধিনায়ক রোহিতও আশা করছেন এশিয়া কাপের মঞ্চে পুরোনো কোহলিকে ফিরে পাওয়া যাবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.