২০২২ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি ২ সেপ্টেম্বর শেষ হবে এবং প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি এশিয়া কাপে মোট ৬টি দল অংশ নিয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রীলঙ্কা বা বাংলাদেশে মধ্যে কোনও একটি দলকে এশিয়া কাপের ১৫তম সংস্করণ থেকে ছিটকে যেতে হবে। কারণ আফগানিস্তান এই দু'টি দলকেই হারিয়ে সুপার ফোরে জায়গা পাকা করে নিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা-বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। যারা জিতবে তারা সুপার ফোরে উঠবে, যারা হারলে তারা ছিটকে যাবে।
আরও পড়ুন: পন্ত কি জায়গা পাবেন? সূর্যের বদলে হুডা খেলবেন? কী হবে ভারতের একাদশ?
গ্রুপ এ-তে আবার ২ সেপ্টেম্বর গ্রুপ লিগের শেষ ম্যাচ। যে ম্যাচে হংকং এবং পাকিস্তান মুখোমুখি হবে। সেই ম্যাচের উপরই নির্ভর করবে, কোন দল গ্রুপ-এ থেকে সুপার-ফোরে জায়গা করে নিতে পারবে। সেই ম্যাচটিও প্রায় এ রকম হতে চলেছে, যে যে দল জিতবে তারা সুপার-ফোরে পৌঁছে যাবে এবং পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। প্রসঙ্গত, বুধবার ভারত-হংকং মুখোমুখি হবে। ভারত জিতলে তারাও সুপার-ফোরে পৌঁছে যাবে।
আরও পড়ুন: সবচেয়ে বেশি সময় ধরে জাতীয় দলে থাকার কার্তিকের, পিছনে ফেললেন ২ উইন্ডিজ তারকা
প্রথমে শ্রীলঙ্কা এবং তার পর বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে আফগানিস্তান ইতিমধ্যে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। প্রথম দল হিসেবেই তারা সুপার ফোরে পৌঁছে গিয়েছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকাকে। এবং এখন দলটি মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। এর ফলে টুর্নামেন্টটি এখন আরও উত্তেজনাপূর্ণ হবে। নক আউটে সম্ভবত ভারতের বিপক্ষে খেলতে পারে আফগানিস্তান দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।