এ যেন ঠিক উলটপুরাণ। মাত্র এক দিনের ব্যবধানে ছবিটা বদলে গেল পুরোপুরি। রবিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শেষ লিগ ম্যাচে জাপানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পজকজয়ী ভারত। মঙ্গলবার সেমিফাইনালে সেই জাপানই ভারতকে হারিয়ে দিল ৫-৩ গোলে। শেষ চারে অপ্রত্যাশিতভাবে হেরে খেতাবের দৌড় থেকে ছিটকে গেল ফেবারিটের তকমা পাওয়া ভারত।
সেমিফাইনালে হেরে ভারত এবার লড়াইয়ে নামবে তৃতীয় স্থান নির্নায়ক প্লে-অফে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যারা অপর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-৬ গোলে পরাজিত হয়। সুতরাং ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে গতবারের যুগ্মচ্যাম্পিয়ন দুই দেশ।
জাপানের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে একতরফা দাপট দেখিয়েছে ভারতই। এই ম্যাচের আগে মোট ১৮ বার জাপানের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। জাপান মাত্র একবার হারিয়েছে ভারতকে। একটি ম্যাচ ড্র হয়। ভারত জেতে ১৬টি ম্যাচ। স্বাভাবিকভাবেই ভারতই ছিল ফাইনালে ওঠার প্রবল দাবিদার। তবে হিসাবটা বদলে দেয় জাপান। তারা সেমিফাইনালে ভারতকে হারিয়ে লিগের হারের মধুর প্রতিশোধ নেয়।
জাপানের হয়ে পাঁচটি গোল করেন যথাক্রমে শোতা ইয়ামাদা (১ মিনিট), রাইকি ফুজিশিমা (২ মিনিট), ইয়োশিকি কিরিশিতা (১৪ মিনিট), কোসেই কাওয়াবে (৩৫ মিনিট) ও রিওমা ওকা (৪১ মিনিট)। ভারতের হয়ে গোল করেন দিলপ্রীত সিং (১৭ মিনিট), হরমনপ্রীত সিং (৫৩ মিনিট) ও হার্দিক সিং (৫৯ মিনিট)। ফাইনালে জাপান মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।