বাংলা নিউজ > ময়দান > Kiran Baliyan: ডোপ টেস্টে ব্যর্থ এশিয়ান গেমসে পদক জয়ী কিরণ, নির্বাসিতদের তালিকা থেকে বাদ বজরং

Kiran Baliyan: ডোপ টেস্টে ব্যর্থ এশিয়ান গেমসে পদক জয়ী কিরণ, নির্বাসিতদের তালিকা থেকে বাদ বজরং

ডোপ টেস্টে ব্যর্থ হলেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী কিরণ বালিয়ান। (ছবি-ইনস্টাগ্রাম)

ভারতীয় ক্রীড়া জগতে ডোপিংয়ের কালো ছায়া। একসঙ্গে একাধিক ক্রীড়াবিদদের নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ডোপ টেস্টে ব্যর্থ হলেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী কিরণ বালিয়ান। তবে এবার নির্বাসনের তালিকায় নেই বক্সার বজরং পুনিয়ার নাম। 

ডোপ টেস্টে ব্যর্থ হলেন ভারতীয় শট পুটার কিরণ বালিয়ান। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (NADA) প্রকাশিত অস্থায়ীভাবে নির্বাসিত ক্রীড়াবিদদের তালিকায় নাম রয়েছে কিরণের। যদি তিনি দোষী প্রমাণ হন তাহলে আগামী ৪ বছরের জন্য নির্বাসন হতে পারে তাঁর। উল্লেখ্য, কিরণ বালিয়ান ২০২২ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। এছাড়াও তিনি ২০২৩ ন্যাশনাল ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছিলেন এবং ২০২৪ ফেডারেশন কাপে রুপো জয় করেছিলেন। অন্যদিকে নতুন করে প্রকাশিত নির্বাসিত ক্রীড়াবিদদের তালিকায় নাম নেই বজরং পুনিয়ার। এর আগে প্রকাশিত তালিকায় নাম ছিল ভারতীয় বক্সারের।   

শুধু কিরণ নয় তালিকায় ভারতীয় ক্রীড়া জগতের একাধিক ক্রীড়াবিদ রয়েছেন। হ্যামার থ্রোয়ার মঞ্জু বালাও নির্বাসিত হয়েছেন। মঞ্জু ২০১৪ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। পরীক্ষার সময় তাঁর শরীরেও একাধিক নিষিদ্ধ বস্তুর উপস্থিতি লক্ষ্য করা গেছে, তার মধ্যে স্টেরয়েড এবং লিগানড্রল  উল্লেখযোগ্য। এছাড়াও ফেডারেশন কাপে রুপোর পদক জয়ী শালিনী চৌধুরী, ক্রীড়াবিদ চাভি যাদবও অস্থায়ী ভাবে নির্বাসিত হয়েছেন। অন্যান্য শীর্ষ ভারতীয়দের মধ্যে ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিট যেমন জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনু, কোয়ার্টার-মাইলার দীপাংশী এবং মিডল-ডিসটেন্স রানার পারভেজ খান-কে অস্থায়ী ভাবে নির্বাসিত করা হয়েছে। উশু খেলোয়াড় টি মেনকা দেবী, মনজিন্দর সিং এবং গৌতম শর্মা এই তালিকায় স্থান পেয়েছেন।  বর্তমানে দেখা যাচ্ছে ক্রীড়া জগতে ডোপিংয়ের প্রবণতা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে।  

বক্সিংয়ে ২০২৩ U-২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী আরজুর শরীরেও নিষিদ্ধ স্ট্যানোজোলল-এর উপস্থিতি  লক্ষ্য করা গেছে।  ২০২২ থমাস কাপের স্বর্ণপদক জয়ী দলের সদস্য ব্যাডমিন্টন খেলোয়াড় কৃষ্ণ প্রসাদ গর্গের শরীর থেকে HCG-এর হদিশ পাওয়া গেছে।  এছাড়াও একাধিক ক্রীড়াবিদদের নিষিদ্ধ বস্তু নেওয়ায় নির্বাসন করা হয়েছে।  উল্লেখযোগ্য ভাবে এবারের তালিকা থেকে বাদ পড়েছে বজরং পুনিয়ার নাম।  এর আগে তাঁকে NADA-এর তরফে নির্বাসিত করা হয়েছিল। গত এপ্রিলের ২০২৩-এ তাঁকে নির্বাসিত করা হয়েছিল। সেই সময় পুনিয়া ডোপ পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেছিলেন।  এরপর ২০২৩-এর জুন মাসে দ্বিতীয়বার তাঁকে নির্বাসিত করে NADA। পরবর্তীতে অ্যান্টি ডিসিপ্লিনারি ডোপিং প্যানেল (ADDP) তাঁর নির্বাসন প্রত্যাহার করে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও ধর্মার সব ছবির প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করল করণ, জিগরা মুক্তির আগেই সিদ্ধান্ত LGBTQ+ প্রাইড প্যারেডস আর স্পনসর করবে না টয়োটা! কেন? জয়নগরকাণ্ডে কি সত্যি যৌন হেনস্থা হয়েছিল নাবালিকার? সামনে ময়নাতদন্তের রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.