বাংলা নিউজ >
ময়দান >
এশিয়ান গেমস ২০২৩ > Asian Games Opening Ceremony: পরনে খাকি রঙের শাড়ি আর কুর্তা- এশিয়ান গেমসের উদ্বোধনে পতাকা বহন করলেন লভলিনা, হরমনপ্রীত
Asian Games Opening Ceremony: পরনে খাকি রঙের শাড়ি আর কুর্তা- এশিয়ান গেমসের উদ্বোধনে পতাকা বহন করলেন লভলিনা, হরমনপ্রীত Updated: 23 Sep 2023, 10:14 PM IST Tania Roy কয়েক দিন আগেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ইভেন্ট। তবে শনিবার আনুষ্ঠানিক ভাবে গেমসের উদ্বোধন হল। ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসের চেয়েও বেশি পদকের আশায় ভারত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করলেন হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং তারকা বক্সার লভলিনা বরগোঁহাই। 1/7 চিনের হ্যাংঝু শহরে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন হয়ে গেল। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতের পতাকা বহন করলেন ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং টোকিয়ো অলিম্পিক্সে ৭৫ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। 2/7 মার্চ পাস্টে অংশ নেওয়ার আগে হরমনপ্রীত বলেন, ‘পতাকাবাহক হিসাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আমি গর্বিত। যে অ্যাথলিটরা গেমসে অংশ নেবেন তাঁদের প্রত্যেককে সাফল্যলাভের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’ লাভলিনাও গর্বিত পতাকাবাহক হতে পেরে। তিনি বলেন, ‘আমার দায়িত্বও বেড়ে গেল। প্রার্থনা করুন যাতে অনেক বেশি সোনা নিয়ে ফিরতে পারি। সেরাটাই দেব।’ 3/7 টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিল ভারতের পুরুষ হকি দল। এবার এশিয়ান গেমসে সোনা জেতাই হরমনপ্রীতদের লক্ষ্য। এশিয়ান গেমসে সোনা জিতলেই সরাসরি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করবে ভারতের পুরুষদের হকি দল। লাভলিনা টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। এবার এশিয়ান গেমসেও সোনা জেতাই লাভলিনার লক্ষ্য। 4/7 এবার এশিয়ান গেমসে ৩৫টি খেলায় ভারতের মোট ৬৫৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৩২৮ জন পুরুষ ও ৩২৫ জন মহিলা। 5/7 ২০১৮ সালে জাকার্তায় জাকার্তা এশিয়ান গেমসে ৭০টি পদক পেয়েছিল ভারত। এর মধ্যে ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ ছিল। এবার তার চেয়েও বেশি পদক আসবে বলে আশা করা হচ্ছে। 6/7 এবারের এশিয়ান গেমসে হকি থেকে টেনিস, ভলিবল,বক্সিং, কুস্তি, ভারোত্তোলন, শ্যুটিং, তিরন্দাজি, রোয়িং, অ্যাথলেটিক্স থেকে রাগবি, ফুটবলে ভারতীয়রা কেমন করেন সে দিকে নজর থাকবে। হ্যাংঝু এশিয়াডে পুরুষ ও মহিলা-উভয় বিভাগেই টি-২০ ক্রিকেট খেলা হচ্ছে। দুই বিভাগেই ক্রিকেটে সোনা জয়ের ব্যাপারে ফেভারিট টিম ইন্ডিয়া 7/7 মার্চ পাস্টে ভারতীয় ক্রীড়াবিদদের পরনে ছিল খাকি রংয়ের পোশাক। মেয়েরা পরেছিলেন শাড়ি, ছেলেরা কুর্তা।