Asian Games IND vs MYANMAR Highlights: মায়ানমারের বিরুদ্ধে জিততে পারল না টিম ইন্ডিয়া। এগিয়ে থেকেও ড্র করতে হল সুনীল ছেত্রীদের। সেই সঙ্গেই এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
Asian Games IND vs MYANMAR Highlights: ইতিহাস ভারতের
ইতিহাস তৈরি করল ইগর স্টিম্যাচের দল। এদিন মায়ানমারকে ১-১ ব্যবধানে ড্র করে এশিয়ান গেমসের রাউন্ড ১৬-তে জায়গা করে নিল। একটি মাত্র গোল যেটি হয়েছে, তা করেন সুনীল ছেত্রী।
IND vs MYANMAR Live: ফুল টাইম
মায়ানমারের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। সেই সঙ্গে সঙ্গেই রাউন্ড ১৬-তে পৌঁছে গেল ভারতীয় ফুটবল দল।
IND vs MYANMAR Live: ৬ মিনিট অতিরিক্ত সময়
৯০ মিনিট- আরও ৬ মিনিট ইনজুরি টাইম দেওয়া হল। ভারত এই কয়েক মিনিটে গোল করে জিততে পারে কিনা সেটাই দেখার।
IND vs MYANMAR Live: গোওওওলললল……
৭৪ মিনিট- দুর্দান্ত গোল করে সমতা ফেরালেন মায়ানমারের কিয়াও হেটউই। আর তাতেই ম্যাচের ফলাফল ১-১।
IND vs MYANMAR Live: চাপ বাড়াতে চাইছে ভারতও
৬৮ মিনিট- চিনের বিরুদ্ধে হারতে হয়েছে। ফলে সব ম্যাচই জিততে হবে ভারতকে। সেই টার্গেট নিয়েই আজ নেমেছে সুনীলরা। ১ গোলে এগিয়ে থাকলেও সেই সংখ্যা তারা বাড়াতে চলেছে।
IND vs MYANMAR Live: সহজ গোলের সুযোগ নষ্ট ভারতের
৫২ মিনিট- সহজ গোলের সুযোগ নষ্ট করলেন রহিম। একটি নয়, পরপর দুটি সুযোগ পেয়েও জালে বল জড়াতে পারলেন না তিনি।
IND vs MYANMAR Live: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয়ার্ধেও গোলের সংখ্যা বাড়াতে মরিয়া ভারত। সেই লক্ষ্যেই দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।
IND vs MYANMAR Live: প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ। এখনও পর্যন্ত ১ গোলে এগিয়ে রয়েছে ভারত। যদিও মায়ানমার এখনও কোনও খাতা খুলতে পারেননি। স্বাভাবিক ভাবেই দ্বিতীয়ার্ধে মায়ানমার যে ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
IND vs MYANMAR Live: চাপ বাড়াচ্ছে মায়ানমার
৩৫ মিনিট- প্রথম গোল হজম করার পর ভারতীয় দসের ওপর চাপ বাড়াচ্ছে মায়ানমার। মাঝে মধ্যেই আক্রমণ করছে তারা। কিন্তু টিম ইন্ডিয়ার ডিফেন্সের কাছে আটকে যাচ্ছে তারা।
IND vs MYANMAR Live: গোওওওললললল…….
২৩ মিনিট- পেনাল্টি থেকে গোল করে ভারতে এগিয়ে দিলেন সুনীল। গত ম্যাচেও পেনাল্টি থেকেই গোল পান ভারত অধিনায়ক।
IND vs MYANMAR Live: পেনাল্টি পেল ভারত
২২ মিনিট- পেনাল্টি পেল ভারত। বক্সের মধ্যে ফাউল করে বসলেন মায়ানমারের গোলরক্ষক।
IND vs MYANMAR Live: চাপ বাড়াচ্ছে মায়ানমার
১৬ মিনিট- ১৫ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে। ভারতকে বেশ চাপে রেখেছে মায়ানমার। বারবার তারা আক্রমণ করছে। আর তাতেই বেশ চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া।
IND vs MYANMAR Live: শুরুতেই কার্ড দেখলেন রাহুল কেপি
৭ মিনিট- শুরুতেই কার্ড দেখলেন রাহুল কেপি। অবশ্য সেই মুহূর্তে তাঁর কাছে আর কোনও উপায় ছিল না। মায়ানমারের ফুটবলার যেভাবে বল নিয়ে এগিয়ে চলেছিলেন তাতে গোল হয়ে যেতে পারত। কিন্তু নিজেকে বাজি রেখে দলকে বাচিয়ে দেন তিনি।
IND vs MYANMAR Live: ম্যাচ শুরু
এশিয়ান গেমসের ভারত ববাম মায়ানমার ম্যাচ শুরু হল। এই ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
IND vs MYANMAR Live: মায়ানমারের প্রথম একাদশ
জিন নাই নাই আনুং, থেম হেইন সোই, কারুং হেট পেইং, খানাত মিন, হেইন জেয়ার লিন, জ উইন থেইন, কার কেও, ওক্কার নাইং, হেটেট ফোই ওয়াই, কুং কেয় জিন, মই নাইং।
IND vs MYANMAR Live: প্রথম একাদশে কারা সুযোগ পেলেন
ধীরাজ সিং, ছিংলেনসেনা সিং, সন্দেশ ঝিঙ্গান, অমরজিৎ সিং, রহিম আলি, রাহুল কেপি, সুনীল ছেত্রী, স্যামুয়েল জেমস, মিরান্ডা, নরেন্দ্রর, আব্দুল রাহিব।
IND vs MYANMAR Live: আজ কতটা প্রস্তুত টিম ইন্ডিয়া?
এশিয়ান গেমসের শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে লজ্জার হার স্বাভাবিক ভাবেই অনেক প্রশ্নের মুখে ফেলে দেয় তাদের। তবে বাংলাদেশের বিরুদ্ধে জয় ভারতরে পদকের লড়াউইতে টিকিয়ে রাখে। আজ মায়ানমারের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে নামছে সুনীল ছেত্রীরা।
IND vs MYANMAR Live: এশিয়ান গেমসে আজ ভারত নামছে মায়ানমারের বিরুদ্ধে
নমস্কার, হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত। ভারতীয় সময় বিকাল ৫টায় এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত এবং মায়ানমার। এই ম্যাচের সব আপটেডের জন্য চোখ রাখুন এখানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।