শুভব্রত মুখার্জি: হাংঝাউ এশিয়ান গেমসে রোয়িংয়ে দুর্দান্ত ফল করেছে ভারতীয় দল। একের পর এক পদক জিতেছে ভারতীয় দল। কোন জাদুবলে এই পরিবর্তন? হঠাৎ এমন কী হল যে এশিয়ান গেমসের মতন মঞ্চে রোয়িংয়ে একেবারে বাজিমাত করলেন ভারতীয় রোয়াররা। টেলউইন্ড, হেডউইন্ড, স্ট্রোক রেট, ওর অ্যাঙ্গেল, আর্ক অ্যাঙ্গেলস, ফোর্স অ্যাপ্লিকেশন - এই টার্মগুলোর সঙ্গে ভারতীয় ক্রীড়া জগতের সমর্থকদের অনেকের হয়তো প্রথমবার পরিচয় হচ্ছে। কিন্তু এই টার্ম বা বলা ভালো এই কয়েকটি জিনিসের উপর দাঁড়িয়েই রোয়িংয়ে বাজিমাত করেছে ভারত। পাশাপাশি রয়েছে পরিবেশ পরিস্থিতির সঙ্গে চটজলদি মানিয়ে নেওয়ার ক্ষমতা। আর এই সবের ঠিকঠাক মিশেল ঘটিয়েই একেবারে শেষ হাসিটা হেসেছেন রোয়াররা।
টপ লেভেলে রোয়িংয়ে সাফল্যের আরও একটি বড় কারণ হল টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি ফিটনেস। ভারতীয় রোয়াররা এই দুইয়ের সঠিক মিশ্রণ ঘটাতে পেরেছেন হাংঝাউতে। পাশাপাশি ইসমাইল বেগের মতন অভিজ্ঞ কোচের উপস্থিতিও অনেকটাই সাহায্য করেছে। মানসিক, শারীরিক এবং টেকনিক্যাল বিষয়টি তিনি এতটাই ভালো বোঝেন যে তাঁর উপদেশেই এশিয়ান গেমসের মতন বড় মঞ্চে সাফল্যের রাজপথে হাঁটা শুরু করেছে ভারতীয় রোয়াররা। টোকিয়ো অলিম্পিক গেমসে ভারতীয় সেনার দুই সুবেদার অরুন লাল জাট এবং অরবিন্দ সিং ১১ তম স্থানে শেষ করেছিলেন। তারাই এবার এশিয়াডে লাইটওয়েট ডাবল স্কালে বাজিমাত করেছেন। ৬:২৮:১৮ সময়ে তারা রেস শেষ করে দ্বিতীয় স্থান সুনিশ্চিত করে রুপো জয় নিশ্চিত করেছেন।
পাশাপাশি পুরুষদের পেয়ারে অর্থাৎ জোড়ায় বাবুলাল এবং লেখরাম পেয়েছেন ব্রোঞ্জ। আর পুরুষদের এইট বিভাগে নীরাজ, নরেশ, ভিম সিং, পুনিত কুমার, চরনজিৎ সিং, যশবিন্দর সিং, আশিষ পান্ডে, ধনঞ্জয় উত্তম পান্ডেও পেয়েছেন রুপো। আর এই সাফল্যের পিছনে সবথেকে বড় যে বিষয়টি তা হল পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন ভারতীয় রোয়াররা। তাঁরা ৮ সেপ্টেম্বরেই পৌঁছে গিয়েছিলেন চিনের হাংঝাউতে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের নৌকাকেও সেই ভাবে তৈরি করার বিষয়ে তারা সময় পেয়ে যান। সেই মতো কনফিগারও করে নেন নিজেদের নৌকাকে। কারণ এই সমস্ত প্রসেসটা করতে একটা গোটা সপ্তাহ সময় লাগে। পাশাপাশি রয়েছে ‘ডেজার্ট স্টর্ম এফেক্ট’। অর্থাৎ মরু ঝড়ের প্রভাব। ভারতের মরু রাজ্য রাজস্থান থেকে ১৪ রাজপুতানা রাইফেলসের জওয়ান অর্জুনকে খুঁজে আনেন ২০১০ সালের এশিয়াডে ভারতের হয়ে রোয়িংয়ে প্রথম সোনাজয়ী বজরং লাল থাকার। হাংঝাউতে ভারতের রোয়িং দলে এই রাজস্থান থেকেই রয়েছেন লেখরাম, বাবুলাল, ভিম সিং, নরেশ, আশিষ, জাকার খানের মতন রোয়াররা। যারা গেমসের প্রথম দিনেই জিতেছেন পদক। অর্থাৎ চিনের হাংঝাউতে 'মরু ঝড়ের' সাক্ষী থেকেছে ভারতীয় সমর্থকরা। এশিয়ান গেমসের লাইটওয়েট ডাবল স্কালে তো আবার নজির গড়েছেন অর্জুন এবং অরবিন্দ। প্রথম ভারতীয় হিসেবে এই বিভাগে রুপোর পদ জিতেছেন তারা। তবে রুপো, ব্রোঞ্জ পেলেও এখন পর্যন্ত হাংঝাউতে এশিয়ান গেমসে রোয়িংয়ে ভারতের কাছে অধরা রয়ে গিয়েছে সোনা। সোমবার সেই ‘অধরা মাধুরীকেই’ ছুঁয়ে দেখতে লড়াইয়ে নামবেন ভারতীয় রোয়াররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।