IND vs BAN Highlights: এশিয়ান গেমসে অবশেষে জয়ের মুখ দেখল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে একটিমাত্র গোল করেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়কের সেই গোলেই বাজিমাত করল ভারত। যদিও এদিন বাংলাদেশ মরিয়া চেষ্টা চালায়।
IND vs BAN Highlights: এশিয়ান গেমসে প্রথম জয় ভারতের
গত ম্যাচে অর্থাৎ চিনের বিরুদ্ধে আটকে যেতে হয়েছিল ইগর স্টিম্যাচের দলকে। কোনও রকম প্রস্তুতি ছাড়াই সেই ম্যাচে নামতে হয়েছিল। যদিও সেই ম্যাচ হারের পরও সুনীলদের পাশেই দাঁড়িয়েছিলেন কোচ স্টিম্যাচ। তবে জয়ের রাস্তায় ফিরতে খুব বেশিদিন অপেক্ষা করতে হল না তাদের। বাংলাদেশের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল মেন ইন ব্লু। ম্যাচে ৮৫ মিনিটের একটি মাত্র গোল করেন সুনীল।
IND vs BAN Live Score: ম্যাচ শেষ
চিনের বিরুদ্ধে লজ্জার হারের পর অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত। ম্যাচের একটি মাত্র গোল করেন সুনীল।
IND vs BAN Live Score: ৪ মিনিট ইনজুরি টাইম
৯০ মিনিট- দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ। ৪ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
IND vs BAN Live Score: শর্ট কর্নার নিল ভারত
৮৮ মিনিট- শর্ট কর্নার নিল ভারত। কিন্তু গোলের একটা দুর্দান্ত সুযোগ কাজেই লাগাতে পারলেন না নরেন্দ্রর। নইলে ২-০ গোলে এগিয়ে যেতে পারত ভারত।
IND vs BAN Live Score: গোওওওওললললললল…….
৮৫ মিনিট- পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন সুনীল ছেত্রী। ১-০ গোলে এগিয়ে গেল ভারত।
IND vs BAN Live Score: পেনাল্টি আদায় করল ভারত
৮২ মিনিট- বক্সের মধ্যে মিরান্ডাকে ফাউল করে বসলেন রহমত। আর তাতেই পেনাল্টি আদায় করে নিল ভারত। তবে রেফারির এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় বাংলাদেশ। রেফারির সঙ্গে তর্ক করায় কার্ড পেলেন জনি।
IND vs BAN Live Score: সুযোগ তৈরি করছে বাংলাদেশ
৭৭ মিনিট- দ্বিতীয়ার্ধে ভারতের উপ চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। মাঝে মধ্যেই আক্রমণে যাচ্ছে তারা। ভারতকে চাপে রাখলেও কোনও গোল তারা এখনও করতে পারেনি। বাংলাদেশের চাপে যে কিছুটা হলে বিপাকে স্টিম্যাচের দল, তা বলার অপেক্ষা রাখে না।
IND vs BAN Live Score: দুর্দান্ত মিতুল
৬৩ মিনিট- দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের মিতুলের। ফের একটি দুর্দান্ত সেভ করে দলকে ভরসা দিলেন তিনি। বারপোস্টের তলায় প্রচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের গোলরক্ষক।
IND vs BAN Live Score: ফুটবলার পরিবর্তন
৫৫ মিনিট- তুলে নেওয়া হল অমরজিৎকে। মাঠে নামলেন কিনশি। পাশাপাশি রোহিত দানুর পরিবর্তে নামলেন গুরকিরৎ সিং।
IND vs BAN Live Score: ফের সুযোগ তৈরি করল ভারত
৪৭ মিনিট- গত ম্যাচে দুর্দান্ত গোল করেন রাহুল কেপি। বাংলাদেশের বিরুদ্ধেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ তৈরি করে ফেলেছিলেন তিনি। কিন্তু অল্পের জন্য তা হল না। তবে এটা ঠিক, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বিপক্ষকে চাপে রাখছে ভারত।
IND vs BAN Live Score: দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারবে ভারত?
৪৬ মিনিট- মাঠে নামলেন দুই দলের ফুটবলারা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কোন দল বাজিমাত করে সেটাই এখন দেখার।
IND vs BAN Live Score: শেষ প্রথমার্ধ
৪৫+৩ মিনিট- প্রথমার্ধের খেলা শেষ হল। ম্যাচের ফলাফল ০-০। তবে ভারত এগিয়ে যেতেই পারত। কিন্তু তা হয়নি। এখন দেখার দ্বিতীয়ার্ধে গোলের মুখ দেখতে পারে কিনা টিম ইন্ডিয়া। তবে এখনও পর্যন্ত দুই দলই একই জায়গায় রয়েছে।
IND vs BAN Live Score: ৩ মিনিট অতিরিক্ত সময়
৪৫ মিনিট- প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে। তিন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। আর সেই সঙ্গে সঙ্গেই বেশ কিছু দুর্দান্ত সুযোগ তৈরি করে ফেলে ভারত। একই জায়গা থেকে তিন তিনবার গোলের শট। কিন্তু কোনওটাই গোল হল না। এর জন্য বলতেই হবে বাংলাদেশের গোলকরক্ষকের কথা। দুর্দান্ত পারফরম্যান্স করলেন তিনি।
IND vs BAN Live Score: হ্যান্ড বলের আবেদন ভারতের
৪০ মিনিট- কর্নার থেকে দুর্দান্ত একটি শট ঝিঙ্গানের মাথায় লাগে। কিন্তু সেখানে হ্যান্ড বল করে বসেন বাংলাদেশের কোনও এক ফুটবলার। ভারতীয় দলের ফুটবলাররা আবেদন করলেও গ্রহ্য করেননি রেফারি।
IND vs BAN Live Score: বড়সড় ভুল করে ফেলছিলেন বাংলাদেশ গোলরক্ষক
২৯ মিনিট- বড়সড় ভুল করে ফেলেছিলেন বাংলাদেশের গোলরক্ষক। দলের ফুটবলারকে পাস দিচ্ছিলেন তিনি। কিন্তু তিনি দেখেননি সামনেই ভারতের ফুটবলার রয়েছে। ফলে সুযোগ কাজে লাগাতে দৌড়ে চলে যান ভারতীয় ফুটবলার। সঙ্গে সঙ্গে সেখান থেকে বল বিপদমুক্ত করেন তিনি।
IND vs BAN Live Score: কার্ড দেখলেন জাভেদ
২২ মিনিট- মিরান্ডাকে ফাউন করায় কার্ড দেখলেল জাভেদ। তিনি যে ভুল করেছেন তা ভালো ভাবেই বুঝতে পেরেছেন। তাঁর সেই ট্র্যাকেলটি মোটেই বিধিসম্মত ছিল না।
IND vs BAN Live Score: চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
১৫ মিনিট- ফের একবার গোলের সুযোগ তৈরি করে ফেলেছে বাংলাদেশ। কিন্তু ভারতের ডিফেন্সের কাছে তা ধোপে টিকল না। তবে এটা ঠিক ভারতকে চাপে রেখেছে তারা।
IND vs BAN Live Score: আক্রমণ বাড়াচ্ছে বাংলাদেশ
১২ মিনিট- আক্রমণ বাড়াচ্ছে বাংলাদেশ। যদিও একটা সুযোগ তৈরি করে ফেলে তারা। কিন্তু সন্দেশের দুর্দান্ত ডিফেন্সে সেই গোল আর হয়নি।
IND vs BAN Live Score: গোলের সুযোগ তৈরি করল ভারত
১২ মিনিট- রাইট উইং থেকে খুব সুন্দর একটা সুযোগ তৈরি হয়েছে ভারতের। কিন্তু গোলের কাছে পৌঁছে গিয়েও জালে বল জড়াতে পারলেন না সুনীল।
আক্রমণ বাড়াচ্ছে ভারত
১০ মিনিট- ম্যাচ যত গড়াচ্ছে ততই আক্রমণ বাড়াচ্ছে ভারতীয় দল। পালটা দিতে প্রস্তুত বাংলাদেশও। তারাও মোটেই ছেড়ে কথা বলছে না।
কর্নার আদায় করল ভারত
৯ মিনিট- কর্নার আদায় করে নিল ভারত। প্রথম গোল হবে? না হল না।
IND vs BAN Live Score: বৃষ্টি ভেজা মাঠে বাংলাদেশ বধে নেমেছেন সুনীলরা
২ মিনিট- বৃষ্টি ভেজা মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। টার্গেট বাংলাদেশ বধ। সেই টার্গেট মাথায় নিয়েই এগিয়ে চলেছেন সুনীলরা।
IND vs BAN Live Score: ম্যাচ শুরু
১ মিনিট- বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করলেন রেফারি।
IND vs BAN Live Score: মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা
ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইলেন দুই দেশের ফুটবলাররা।
IND vs BAN Live Score: বাংলাদেশের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
মীতুল মার্মা, মুজিবুর রহমান জনি, হাসান মুরাদ, এমডি হৃদয়, রবিউল হাসান, সুমন রেজা, ফাহিম, ইসা, জায়েদ আহমেদ, রহমত মিয়াঁ, ,সাকিল হোসেন।
IND vs BAN Live Score: ভারতের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
ধীরাজ সিং, লালচুংনুঙ্গা, কোনশাম, সন্দেশ ঝিঙ্গান, আয়ূশ ছেত্রী, অমরজিৎ সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী, মিরান্ডা, আব্দুল রবি, রোহিত দানু।
IND vs BAN Live Score: কোনও চোট সমস্যা রয়েছে?
ভারতীয় দলে চোট সমস্যা রয়েছে। তবে বাংলাদেশের দলে চোট নিয়ে কোনও সমস্যা নেই। ভারতীয় দলে টাঙরি, গালট এবং যাদবের চোট সমস্যা রয়েছে।
IND vs BAN Live Score: আজ কতটা প্রস্তুত সুনীলরা?
চিনের বিরুদ্ধে হারের পর ভারত কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে স্টিম্যাচ যে গত ম্যাচের পর সুনীলদের প্রশংসা করেন। এখন সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
IND vs BAN Live Score: বাংলাদেশের বিরুদ্ধে বেগ পেতে পারে ভারত?
ফুটবল অনিশ্চয়তার খেলা। এর আগে ভারত এবং বাংলাদেশ যতবার একে অপরের মুখোমুখি হয়েছে, ততবারই উত্তেজনা দেখা দিয়েছে। ফলে এই ম্যাচেও যে তেমন পরিস্থিতি তৈরি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।
চিনের বিরুদ্ধে হারের পর কি বলেছিলেন স্টিম্যাচ
ভারতীয় ফুটবল দলের কোচ বলেন, ‘আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত আমি। ৭২ মিনিট পর্যন্ত যা হয়েছে, সেটা দিয়ে ওদের বিবেচনা করুন। তারপর যেটা হয়েছে, সেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।