বাংলা নিউজ >
ময়দান >
এশিয়ান গেমস ২০২৩ > Asian Games Opening Ceremony: গেমসের উদ্বোধনে প্রযুক্তির ব্যবহারের চমক, জমকালো অনুষ্ঠানে পরিবেশ দূষণ নিয়ে বার্তা চিনের
Asian Games Opening Ceremony: গেমসের উদ্বোধনে প্রযুক্তির ব্যবহারের চমক, জমকালো অনুষ্ঠানে পরিবেশ দূষণ নিয়ে বার্তা চিনের Updated: 23 Sep 2023, 09:02 PM IST Tania Roy এশিয়ান গেমসের বিভিন্ন বিভাগের খেলা শুরু হয়ে গিয়েছে আগেই। তবে শনিবার এই মাল্টি স্পোর্টস ইভেন্টের সরকারি ভাবে উদ্বোধন হল। করোনা পরিস্থিতির কারণে এশিয়ান গেমস এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই ইভেন্টের উদ্বোধন করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। 1/7 অপেক্ষার অবসান। ২৩ সেপ্টেম্বর ১৯তম এশিয়ান গেমসের শুভ সূচনা হয়ে গেল। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই এবারের এশিয়ান গেমসের উদ্বোধন হল। এশিয়াডের জন্য সেজে উঠেছে চিনের হ্যাংঝু। কয়েক দিন আগেই অবশ্য এ বারের এশিয়াডের টিম ইভেন্টগুলি শুরু হয়ে গিয়েছিল। আজ শনিবার এই মাল্টি স্পোর্টস ইভেন্টের সরকারি ভাবে উদ্বোধন হল। 2/7 হ্যাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসের উদ্বোধনেও দেখা গেল প্রযুক্তির উন্নত মানের ব্যবহার। আয়োজক চিন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করে তুলেছিল। এআই-এর ব্যবহার বেশ ভালো ভাবেই ফুটে উঠেছিল এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার ছিল না আতশবাজির প্রদর্শন, যা এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম। তবে থ্রিডি লাইটে এমন ভাবে সব কিছু ফুটিয়ে তোলা হল, যাতে মনে হবে আতশবাজির প্রদর্শন। 3/7 মার্চ পাস্টে ভারতীয় ক্রীড়াবিদদের পরনে ছিল খাকি রংয়ের পোশাক। মেয়েরা পরেছিলেন শাড়ি, ছেলেরা কুর্তা। জাতীয় পতাকা ধরে ভারতীয় ক্রীড়াবিদদের নেতৃত্ব দিলেন ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও বক্সার লাভলিনা বরগোঁহাই। 4/7 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের সেনারা জাতীয় পতাকা নিয়ে আসার পর তা উত্তোলিত হয়। অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত চলবে এশিয়ান গেমস। গেমসে রয়েছে তিনটি রোবট ম্যাসকট, যাদের নাম চেনচেন, কংকং ও লিয়ানলিয়ান এবং এই তিন ম্যাসকটের সম্মিলিত নাম মেমোরিজ অব জিয়াংনান। 5/7 অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কার্যকরী সভাপতি রাজা রণধীর সিংয়ের উপস্থিতিতে গেমসের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন জিনপিং। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পতাকা উত্তোলন করা হয়। তারপর চিনের ঐতিহ্য, রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 6/7 মার্চ পাস্টের প্রথমে প্রবেশ করে আফগানিস্তান। আফগানিস্তানের দুটি দল এসেছে। তালিবানরা ক্ষমতা দখলের পর মেয়েদের খেলাধুলো বন্ধ। ফলে ১৩০ জন পুরুষ অ্যাথলিট এসেছেন তালিবান-শাসিত আফগানিস্তান থেকে। আবার নির্বাচিত সরকারের কালো-লাল-সবুজ পতাকা নিয়ে মার্চ পাস্টে হাঁটেন ১৭ মহিলা-সহ আফগান অ্যাথলিটরা। 7/7 অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কার্যকরী সভাপতি রাজা রণধীর সিংয়ের উপস্থিতিতে গেমসের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন জিনপিং। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পতাকা উত্তোলন করা হয়। তারপর চিনের ঐতিহ্য, রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।