এশিয়ান গেমসে শুটিংয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছে ভারত। পুরুষ দল সোনা জিতেছে এবং মহিলা দল রুপো জিতেছে। সেদিক থেকে দেখতে গেলে এবারের এশিয়ান গেমসে ভারতীয় শ্যুটাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ব্যক্তিগত ইভেন্টেও অনেকেই পদক জয় করেছেন। তার মধ্যে যেমন দলগত ইভেন্ট রয়েছে। ঠিক তেমনই ব্যক্তিগত ইভেন্টও রয়েছে। স্বাভাবিক ভাবেই এশিয়াডে ভারত বেশ ভালো পারফরম্যান্স করছে।
ভারতের এই পদক জয়ের পিছনে শ্যুটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় প্রত্যেকটি ইভেন্টেই ভারতীয় শ্যুটাররা পদক জিতেছেন। ফের সোনা জিতল ভারতীয় শ্যুটাররা। আজ ট্র্যাপ ইভেন্টে শ্যুটিংয়ে পৃথ্বীরাজ টোন্ডাইমান, কিনান চেনাই এবং জোরভার সিং সান্ধুর ভারতীয় ত্রয়ী সোনা জিতেছে। পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে নামবেন চেনাই এবং জোরাভার সিং। ব্যক্তিগত ইভেন্টে তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ভারতীয় সময় দুপুর ১টা ৩০মিনিটে তারা এশিয়াডে নামবেন। তবে তার আগে ট্র্যাপ ইভেন্টে ভারতের ছেলেরা দলগত ভাবে পেলেন সোনা। শুধু ছেলেরাই নন, পদক জিতেছেন ভারতীয় মেয়েরাও।
ট্র্যাপ ইভেন্টে ভারতের ছেলেরা যেমন সোনা জিতেছেন, ঠিক তেমনই রুপো জিতলেন মেয়েরা। শুটিংয়ে ট্র্যাপ ইভেন্টে রুপো জিতল ভারতীয় মহিলা শুটিং দল। আর দলে রয়েছেন রাজেশ্বরী কুমারী, কীর মনীষা ও প্রীতি রাজাক। মোট ৩৩৭ পয়েন্ট পেয়েছে তারা। স্বাভাবিক ভাবেই মহিলা দলের মনিষা কের ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাস পেয়ে গেলেন। কারণ রুপোজয়ী দলেই ছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই খুশি শুটিং বিভাগ।
আজ বেলা সাড়ে ১২টা নাগাদ ব্যক্তিগত ইভেন্টে নামবে মনিষা। ফলে শ্যুটিং থেকে ফের সোনা জয়ের সম্ভাবনা দেখা দিতে শুরু করেছে। শুটিংয়ের দুই ইভেন্ট থেকে সোনা জিতে নিতে পারলেই অনেকটাই এগিয়ে যাবে ভারত। সেই সঙ্গে অলিম্পিক্সের আগে শ্যুটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তবে ফাইনালের লড়াইটা দুই ভারতীয় শ্যুটারের কাছেই মোটেই সহজ হবে না। কারণ প্রতিপক্ষ চাইবে সোনা জিততে। ফলে বেশ ভালো লড়াই দেখা যেতে পারে। তবে এই দুই ইভেন্টে ভারতের পদক যে নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না। তবে তাদের টার্গেট থাকবে সোনা জয়ের। স্বাভাবিক ভাবেই গোটা দেশও তাকিয়ে রয়েছে দুই শ্যুটারের দিকে।
মহিলাদের ইভেন্টে শুধুমাত্র মনিষা একা নামলেও পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে নামবেন দুই শ্যুটার। দলগত হিসাবে সোনা জয়ের পর ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে মনিষা দেশের জন্য কোন পদক আনেন সেই দিকেও তাকিয়ে রয়েছে গোটা দেশ। এখন শুরু ম্যাচে নামার অপেক্ষা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।