শুভব্রত মুখার্জি: টি -২০ বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত ক্রিকেট খেলিয়ে দেশগুলো। আর বিশ্বকাপ শুরুর আগেই এবার পাকিস্তান দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন তাদের প্রাক্তন কোচ মিকি আর্থার। দলের অন্যতম পাওয়ার হিটার আসিফ আলিকে নিয়ে তিনি এই পরামর্শ দিলেন অধিনায়ক বাবর আজম এবং কোচ সাকলেন মুস্তাককে। উল্লেখ্য চলতি পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচে শেষদিকে মাত্র তিন বল খেলে ১৩ রান করেন আসিফ। আর তারপরেই তার ভূয়সি প্রশংসা করেছেন মিকি আর্থার।
টুইটারে তিনি ৩০ বছর বয়সির ভূয়সি প্রশংসা তো করেইছেন পাশাপাশি দলনায়ক বাবর এবং কোচ সাকলেন মুস্তাককেও দিয়েছেন আসিফকে নিয়ে স্পেশাল বার্তা। মিকি লিখেছেন 'অসাধারণ ডেথ বোলিং করেছে হ্যারিফ রউফ। তবে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে আসিফ আলি। ওর আরও বেশি করে বল খেলা খুব দরকার।' আর্থারের এই পোস্টকে বেশ ভালোভাবেই নিয়েছেন পাক সমর্থকরা। বলা ভালো সোশ্যাল মিডিয়াতে তারা কার্যত মিকি আর্থারের বক্তব্যকে সমর্থন করেছেন।
একজন সমর্থক মিকিকে উদ্দেশ্যে করে লিখেছেন 'কোচ তুমি ফিরে এস। আমরা আবার সেই আক্রমণাত্মক, ভয়ডরহীন ক্রিকেট খেলাতে ফিরে যেতে চাই। যাতে বড় বড় দলগুলোর বিরুদ্ধে আমাদের জয়ের শতকরা ভাগ সবথেকে বেশি ছিল। তুমি বিশেষ করে আমাদের ফিল্ডিংয়েও উন্নতি ঘটিয়েছিলে। বিশেষ করে ফখর আর শাদাবের উন্নতি ঘটিয়েছিলে।' আরেক সমর্থকের আবার দাবি 'স্যার বাবর বা রিজওয়ান যদি নিজেদের জায়গাটা কাউকে ছাড়ত! ওদের খেলার ধরণটাই ত্রুটিযুক্ত। ওরা পাওয়ারপ্লেটা পুরো খেয়ে নেয়। আর ওইভাবেই বাকি ওভারগুলো খেলতে থাকে।'
আরেক ভক্ত একধাপ এগিয়ে মন্তব্য করেছেন 'স্যার আমি মনে করি পাকিস্তানের জন্য আপনি সেরা কোচ ছিলেন। আপনি চলে যাওয়ার পর আমাদের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। ফিটনেস, ফিল্ডিংয়ের মান সব জলাজ্ঞলি দিয়েছে।' উল্লেখ্য ঘরের মাটিতে ৭ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ড। চার ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। ফলাফল আপাতত ২-২। এরপরেই অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ খেলা হবে অস্ট্রেলিয়াতে।