'বিগ টু'কে পিছনে ফেলে ক্যারিয়ারের নজিরগড়া ২১তম স্ল্যামজয়, এক নজের তিন স্ল্যাম তারকা
1 মিনিটে পড়ুন . Updated: 30 Jan 2022, 11:40 PM IST- ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল
শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় সন্ধ্যায় চলতি মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সিঙ্গেলস বিভাগের ফাইনালে কার্যত রূপকথার নজির গড়লেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। রাশিয়ান তারকা ড্যানিল মেডভেডেভের বিরুদ্ধে ২-০ সেটে পিছিয়ে থেকেও যেভাবে কামব্যাক ঘটিয়ে তার ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল। এই ট্রফি জয়ের মধ্যে দিয়েই নিজের ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে লন টেনিসের 'বিগ থ্রি'র বাকি দুই তারকা রজার ফেডেরার এবং নোভাক জকোভিচকে পিছনে ফেললেন রাফায়েল নাদাল। 'বিগ থ্রি' সকলেই ২০টি করে শিরোপা জিতেছিলেন। নাদালের ঝুলিতে বর্তমানে রয়েছে ২১টি গ্র্যান্ড স্ল্যাম।
প্রসঙ্গত এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই হাঁটুর চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুইস তারকা রজার ফেডেরার। করোনা আবহে অস্ট্রেলিয়ার সরকারের তরফে আগেই জানানো হয়েছিল টিকা না নিলে কোন তারকাকেই খেলতে দেওয়া হবে না এবারের ওপেনে। বিষয়টি নিয়ে সার্বিয়ান তারকার সঙ্গে টানটান উত্তেজনার লড়াই চলে নোভাক জকোভিচের। পরবর্তীতে অস্ট্রেলিয়ান কোর্টের রায়ে দেশ ছাড়তে বাধ্য হন জকোভিচ। ফলত তারপক্ষে আর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি। ফলে নাদালের সামনে ছিল সুবর্ণ সুযোগ বাকি দুই তারকাকে পিছনে ফেলা। আর সেই কাজটা করেই ফাইনালে ড্যানিল মেডভেডেভকে হারিয়ে জিতে নিলেন ঐতিহাসিক ২১তম গ্র্যান্ড স্ল্যাম খেভাব।
এমন আবহেই আসুন একনজরে দেখে নেওয়া যাক কোন তারকা কোন গ্র্যান্ড স্ল্যামের খেতাব কতবার জিততে সমর্থ হয়েছেন :
১) রাফায়েল নাদাল :
২১ টি খেতাব
অস্ট্রেলিয়ান ওপেন : ২ বার (২০০৯,২০২২)
ফরাসি ওপেন : ১৩ বার
(২০০৫,০৬,০৭,০৮,১০,১১,১২,১৩,১৪,১৭,১৮,১৯,২০)
উইম্বলডন : ২বার
(২০০৮,১০)
ইউএস ওপেন :- ৪ বার
(২০১০,১৩,১৭,১৯)
২) নোভাক জকোভিচ :
অস্ট্রেলিয়ান ওপেন : ৯ বার
(২০০৮,১১,১২,১৩,১৫,১৬,১৯,২০,২১)
ফরাসি ওপেন : ২ বার
(২০১৬,২১)
উইম্বলডন : ৬ বার
(২০১১,১৪,১৫,১৮,১৯,২১)
ইউএস ওপেন : ৩বার
(২০১১,১৫,১৮)
৩) রজার ফেডেরার :
অস্ট্রেলিয়ান ওপেন : ৬ বার
(২০০৪,০৬,০৭,১০,১৭,১৮)
ফরাসি ওপেন : ১ বার
(২০০৯)
উইম্বলডন : ৮ বার
(২০০৩,০৪,০৫,০৬,০৭,০৯,১২,১৭)
ইউএস ওপেন : ৫ বার
(২০০৪,০৫,০৬,০৭,০৮)