নিজের রেকর্ড নিজেই ভাঙলেন পর্বতারহী কামি রিতা। এভারেস্টে জয় করলেন এক-দুবার নয়, ২৫বার। ২৫বার উঠলেন পৃথীবির সর্বোচ্চ শৃঙ্গে। ২৫বার মাউন্ট এভারেস্ট জয় করলেন শেরপা কামি রিতা। ৭ই মে তিনি এভারেস্টের শৃঙ্গে পৌঁছে নতুন দৃষ্টান্ত তৈরি করেন। ২০১৯ সালে দু’দিন এভারেস্টে উঠতে পেরেছিলেন কামি রিতা শেরপা। ২০১৯ সালে ১৫ই মে এভারেস্টে ওঠার পরে সেই বছরের ২১শে মে ফের এভারেস্টে ওঠেন তিনি। সেই বারই ২৪বার এভারেস্টে ওঠার নতুন রেকর্ড তৈরি করেছিলেন কামি।
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এবার। তবে কামি রিতা শেরপাকে তাঁর লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনও রেকর্ড করার জন্য তিনি এভারেস্টে ওঠেন না। নিজের দেশের জন্যই তিনি এই কাজ করেন। কামি রিতা জানিয়েছেন, ২০১৯ সালে তাঁর ২৪বার এভারেস্ট জয় হয়ে গিয়েছিল। তিনি ভেবেছিলেন ২০২০ সালে, নিজের ৫০তম জন্মদিনে ২৫বার এভারেস্ট জয় করবেন। কিন্তু করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। তাই এক বছর পরেই নিজের ৫১তম জন্মদিনে ২৫বার এভারেস্ট জয় করলেন।
আসলে কামি রিতার মতো শেরপারা না থাকলে ভ্রমণ প্রিয় মানুষরা এভারেস্টে উঠতে পারতেননা। কামি রিতারাই সকল পর্বতারহীদের পথ দেখিয়ে এভারেস্টের শৃঙ্গে নিয়ে যান। কামি রিতা ১৯৯৪ সালের ১৩ই মে প্রথমবার এবারেস্টের শৃঙ্গে উঠেছিলেন। ১৯৯৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে তিনি মোট ২৪বার এভারেস্টের শৃঙ্গ স্পর্শ করেছিলেন। কাঠমান্ডু থেকে সেভেন সামিট ট্রেক সুত্রে জানা গেছে, মাউন্ট এভারেস্টে আসন্ন মরসুমে রোপ ফিক্সিং-এর জন্য বারো শেরপার দলে তিনি ছিলেন। সেই দলের হয়েই তিনি এবারে মাউন্ট এভারেস্টে ওঠেন।