কথা চলছিলই। শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানে সই করলেন লিস্টন কোলাসো।রেকর্ড অর্থ ব্যয় করে তাঁকে সই করানো হল। তবে হায়দরাবাদ এফসি-র সঙ্গে তাঁর আরও এক বছরের চুক্তি ছিল। সেই কারণে লিস্টনে জন্য অনেকগুলো টাকাই ব্যয় করতে হয়েছে এটিকে মোহনবাগানকে।
আসলে আন্তনিয়ো লোপেজ হাবাস লিস্টনের জন্য কর্তাদের উপর চাপ দিচ্ছিলেন। এখন থেকেই দলকে ভাল ভাবে গুছিয়ে নিতে চাইছেন এই স্প্যানিশ কোচ। নতুন মরসুম থেকে আইএসএলে বিদেশির সংখ্যা কমে যাবে। সে কারণেই আগে থেকে প্রতিভাবান ভারতীয়দের তুলে নিয়ে দলকে শক্তিশালী ভাবে তৈরি করতে চাইছেন হাবাস।
সবুজ-মেরুনে যোগ দিয়ে লিস্টন বলেন, ‘অনেক ছোট থেকেই মোহনবাগানে খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন এ বার পূরণ হল। আমার প্রতি ভরসা রাখার জন্য সকলকে ধন্যবাদ। আগামী মরসুমে সকলের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব।’
লিস্টন কোলাসোর চুক্তির অঙ্ক প্রকাশ্যে আনা না হলেও হায়দরাবাদ এফসি সূত্রের খবর, ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি দিয়েই কোলাসোকে নিয়েছে এটিকে মোহনবাগান। শোনা যাচ্ছে এক কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে লিস্টনকে নিয়েছে কলকাতার দলটি। ১ জুন থেকেই নতুন ক্লাবে যোগ দেওয়ার কথা ২২ বছর বয়সি গোয়ানিজ ফুটবলারের।
দু'বছরের জন্য লিস্টনের সঙ্গে চুক্তি করেছে এটিকে মোহনবাগান। এ বার আইএসএলে তিনি ২৩টি ম্যাচ খেলে চারটি গোল করেছেন, তিনটি গোল করিয়েছেন। আইএসএলে ভাল পারফরম্যান্সের কারণে জাতীয় দলেও ডাক পান লিস্টন কোলাসো। ভারতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয় দুবাইয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।