শুভব্রত মুখার্জি: কলকাতার মাঠ তো বটেই গোটা দেশ তথা গোটা বিশ্বের কাছে ভারতীয় ফুটবলকে গৌরবের জায়গায় প্রতিষ্ঠা দিয়েছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক। প্রয়াত কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিককে অভিনব উপায়ে সম্মান প্রদর্শন করা হল আইএসএলের মঞ্চে। এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচে গোয়ার ফতোদরা স্টেডিয়ামে দুই দলের 'সম্মানীয়' দ্বাদশ ব্যক্তি হিসেবে তার 'উপস্থিতি' ছিল লক্ষণীয়।
দীর্ঘ দিন শারীরিক সমস্যাতে ভুগেছেন সুভাষ ভৌমিক। দীর্ঘ লড়াইয়ের পরে তিনি শনিবার প্রয়াত হয়েছেন। প্রাক্তন ফুটবলার এবং কোচকে স্মরণ করার লক্ষ্যে শনিবার কলকাতা ডার্বির আগে তাঁকে ‘দ্বাদশ ব্যক্তি’ হিসেবে রিজার্ভ বেঞ্চে রাখার মধ্যে দিয়ে অনন্য উপায়ে সম্মান জানাল হল এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের তরফে। ডার্বির আগেই এসসি ইস্টবেঙ্গলের অফিসিয়াল টুইটারে সেই ছবি প্রকাশ ও করা হয়।
দুই দলের জার্সি পরানো অবস্থায় সাইডলাইনের ধারে রিজার্ভ বেঞ্চে রাখা দু'টি চেয়ারের ছবি পোস্ট করা হয় টুইটারে। ছবিতে তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, অধিনায়ক মহম্মদ রফিক, বলবন্ত সিংহ এবং আদিল খানকে। কিছুক্ষণের মধ্যেই এটিকে মোহনবাগানের তরফেও টুইটারে পোস্ট করা হয় দ্বাদশ ব্যক্তি হিসেবে সুভাষ ভৌমিকের নাম।
মোহনবাগানের বেঞ্চে সেই জার্সি ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কোচ জুয়ান ফেরান্দো, সন্দেশ জিঙ্ঘান এবং তিরিকে। উল্লেখ্য এই ডার্বি তিরির আইএসএলে ১০০ তম ম্যাচ। তিনি প্রথম বিদেশি যিনি আইএসএল ইতিহাসে ১০০তম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।