চেন্নাইয়িনের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই নক আউটে নিজেদের জায়গা পাকা করে ফেলতে এটিকে মোহনবাগান। তবে এক নয়, ১-০ জিতে গোটা তিন পয়েন্ট নিয়ে নক আউটে তো পৌঁছলই, পাশপাশি আইএসএল শিল্ড জয়ের দৌড়েও টিকে থাকল সবুজ মেরুন। ম্যার ম্যারে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িনের হয়ে ভালাক্সিস বিশেষত গোল করার বেশ চেষ্টাচরিত্র করলেও ১-০ স্কোরালাইনেই ম্যাচ শেষ হয়।
ম্যাচ সেরা তিরি
রক্ষণভাগে দাপুটে পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হলেন এটিকে মোহনবাগানের তিরি।
ম্যাচের একমাত্র গোল
ম্যাচ শেষ
চেন্নাইয়িনকে ১-০ গোলে হারিয়ে নক আউটে নিজেদের জায়গা পাকা করল এটিকে মোহনবাগান। পাশাপাশি গত মরশুমে এফসি গোয়ার ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও স্পর্শ করল জুয়ান ফেরান্দোর দল।
৯০+৪ মিনিট- শেষ কয়েক সেকেন্ডের জন্য তিন বদল
জবি জাস্টিন, রেগান সিং, জেরির বদলে বালাজি গনেশন, মিতাই ও দেবেন্দ্র সিং চেন্নাইয়িনের হয়ে মাঠে নামেন।
৯০+১ মিনিট- সুসাইরাজের ব্যাপক রান
মাঝমাঠ থেকে বাই লাইনের ধারে অল্প জায়গায় দুর্ধর্ষ স্কিল দেখিয়ে সোজা উইং ধরে চেন্নাইয়িনের গোলের দিকে ছুট লাগান সুসাইরাজ। তবে শেষমেশ চেন্নাইয়িন রক্ষণের জেরে কর্ণার পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। কর্ণার থেকে তেমন কোনো সুযোগ তৈরি হয়নি।
অতিরিক্ত চার মিনিট
৯০ মিনিট শেষ চার মিনিট অতিরিক্ত ইনজুরি টাইম যোগ করা হল।
৮৭ মিনিট- বদল চেন্নাইয়িনের
রহিম আলির বদলে সৈয়দ পাশা চেন্নাইয়িনের হয়ে মাঠে নামলেন।
৮৭ মিনিট- মোহনবাগানের জোড়া বদল
শুভাশিস বসুর বদলে মাঠে এলেন আশুতোষ ও মিকায়েল সুসাইরাজ নামলেন মনবীরের বদলে।
৮৬ মিনিট- অমরিন্দরের সেভ
বক্সের বাইরে থেকে ভ্লাদিমির কোমানের শট সহজেই বাঁচিয়ে দিলেন অমরিন্দর।
৮৫ মিনিট- চেন্নাইয়িনের বদল
এডুয়িন ভান্সপলের বদলে মাঠে নামলেন লুকাস।
৮২ মিনিট- সেট পিস কাজে লাগাতে ব্যর্থ সবুজ মেরুন
কিয়ান নাসিরিকে ফাউল করা হলে বেশ ভাল জায়গায় ফ্রি-কিক পায় এটিকে মোহনবাগান। তবে ফ্রি-কিক থেকে প্রীতম কোটালের ডেলিভারি অত্যন্ত দূরে থাকায় হেড করলেও বল লক্ষ্যে রাখতে পারেননি সন্দেশ।
৭৬ মিনিট- মোহনবাগানের বদল
টাংরির বদলে এটিকে মোহনবাগানের হয়ে মাঠে নামলেন ডার্বির হ্যাটট্রিক হিরো কিয়ান নাসিরি।
৭১ মিনিট- ভালাক্সিসের প্রয়াশ
বাঁ-দিকের উইংয়ে প্রায় ৪০ গজ দূর থেকে ভালাক্সিসের হেডার বাঁচালেন অমরিন্দর। ম্যাচে ধীরে ধীরে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে চেন্নাইয়িন।
এটিকে মোহনবাগানে পরিবর্তন
লিস্টনের জায়গায় মাঠে এলেন প্রবীর । জনি কাউকোর জায়গায় লেনি এলেন মাঠে। ম্যাচের ৬৮ মিনিটে এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। খেলায় ফ্রেস লেগ এনে খেলায ব্যবধান বাড়াতে চায় সবুজ মেরুন ব্রিগেড।
ভাগ্যের জন্য রক্ষা পেল এটিকে মোহনবাগান
ম্যাচের ৬৩ মিনিটে চেন্নাইয়িনের বল পোস্টে লাগে, অল্পের জন্য রক্ষা পেল এটিকে মোহনবাগান।
৬০ মিনিটের খেলা শেষ
এখনও এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণের গোলে এগিয়ে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচে ফেরার চেষ্টা করছে চেন্নাইয়িন।
দারুণ রিকাভার করলেন সন্দেশ
ম্যাচের ৫৫ মিনিট থেকেই এটিকে মোহনবাগানের বক্সে খেলা চলছে। চেন্নাইয়িন এফসি সমতায় ফেরার চেষ্টা করছে।
আক্রমণে এটিকে মোহনবাগান
ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই খেলার রাশ ধরে রাখার চেষ্টা করছে এটিকে মোহনবাগান। মিশন ৩৭ এর লক্ষ্যে এগিয়ে চলেছে সবুজ মেরুন ব্রিডেগ। ম্যাচের ৫০ মিনিটের খেলা শেষ। ম্যাচের ফল ১-০।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করল এটিকে মোহনবাগান।
প্রথমার্ধ শেষ
চেন্নাইয়িনের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে রয় কৃষ্ণর গোলে ১-০ এগিয়ে প্রথমার্ধ শেষ করল এটিকে মোহনবাগান।
৪৫+৩ মিনিট- গোওওওওওলললল! কৃষ্ণ
গত ম্যাচের মতোই এই ম্যাচেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল পেয়ে ১-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান। কামব্যাক ম্যাচে গোটা প্রথমার্ধে একেবারই তেমন প্রভাবশালী না দেখালেও জনি কাউকোর একটা থ্রু বল থেকেই বাজিমাত করলেন কৃষ্ণ। পেনাল্টি বক্সের মধ্যে নিখুঁত ফার্স্ট টাপ এবং ফিনিশ করে নিজের জাত চেনালেন কৃষ্ণ। চেন্নাইয়িন গোলরক্ষক শমিকের আরও ভাল প্রয়াশ করা উচিত ছিল যদিও।
অতিরিক্ত তিন মিনিট
প্রথমার্ধ শেষে অতিরিক্ত তিন মিনিট ইনজুরি টাইম যোগ করা হল।
৪৫ মিনিট- সুযোগ কাজে লাগাতে ব্যর্থ চেন্নাইয়িন
উইং থেকে জবি জাস্টিন বেশ ভালই ক্রস বাড়িয়েছিলেন, তবে দ্বিতীয় পোস্টের দিকে বল পেয়ে নিজের শট নিয়ন্ত্রণে রাখতে পারেননি জেরি। বল গোলের অনেক বাইরে দিয়ে চলে যায়। তবে জেরির রক্ষণে বলাই যায় তাঁর জন্য গোল করা সুযোগও খুব কম ছিল।
৪০ মিনিট- অত্যন্ত মন্থর বিল্ড আপ সবুজ-মেরুনের
বল দখলের লড়াইয়ে এটিক মোহনাগান এগিয়ে থাকলেও, বিল্ড আপ প্লে বেশ মন্থর। লিস্টনকেও বেশ ফ্যাকাশে দেখাচ্ছে। মোহনবাগানের বিল্ড আপ এত মন্থর হওয়ার ফলেই বল হারালেও রক্ষণ গুছিয়ে নিতে চেন্নাইয়িনের তেমন কোনো সমস্যাই হচ্ছে না।
৩৫ মিনিট- পেনাল্টির আবেদন নাকচ
চেন্নাইয়িন পেনাল্টি বক্সের কাছে বল ইন্টারসেপ্ট করে জিতে নেন লিস্টন। তারপর কৃষ্ণর সঙ্গে ওয়ান টু খেলে শট চেনাইয়িন গোলের দিকে এগোন তিনি। তবে শট মারার আগেই চেন্নাইয়িন রক্ষণের চ্যালেঞ্জে পড়ে যান তিনি। মোহনবাগান ফুটবলাররা পেনাল্টির দাবি করলেও, ফাউল অবধি দেওয়া হয়নি। যদিও পরে দেখা যায় ফাউল পেনাল্টি বক্সের বাইরেই ছিল।
৩০ মিনিট- এখনও ম্যাচ গোলশূন্য
ধীরে ধীরে দুই দল কয়েকটা শট নিলেও, কোনো দলের গোলরক্ষকেই ঘাম ঝড়াতে হয়নি। ম্যাচের প্রথম ৩০ মিনিট গোলশূন্যই। চেন্নাইয়িন বেশ ভাল ডিফেন্ড করছে।
২৩ মিনিট- রহিমের ভাল শট
মাঝমাঠে বল পেয়ে চেন্নাইয়িনের হয়ে রহিম আলি মোহনবাগান গোলের দিকে ধেয়ে যান। তাঁর আশেপাশে কোনো চেন্নাইয়িন ফুটবলার না থাকায় নিজেই তিনি শট মারেন। তবে তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচে ধীরে ধেরে ফেরার চেষ্টা করছে চেন্নাইয়িন।
২০ মিনিট- কাউকোর ভাল প্রয়াশ
পেনাল্টি বক্সের বাইরে থেকে জনি কাউকোর শট গোলের খুব একটা বাইরে না থাকলেও, চেন্নাইয়িন গোলরক্ষক শমিককে সেভ করতে হয়নি। কর্ণার থেকে তেমন কোনো গোলের সুযোগ তৈরি হয়নি।
১৫ মিনিট- মাঝমাঠেই খেলা হচ্ছে
বেশ মন্থর গতিতে মাঝমাঠেই দুই দল খেলছে, খুব ধারালো আক্রমণ বা বড় সুযোগ এখনও চোখে পড়েনি। স্কোর ০-০।
লিস্টনের ৫০তম ম্যাচ
১০ মিনিট- গোলশূন্য ম্যাচ
ম্যাচের প্রথম ১০ মিনিটে দুই দলের কেউই বল জালে জড়াতে পারেননি।
চেন্নাইয়িন এফসি পাঁচ বদল ঘটিয়েছে
এক দুই নয়, একেবারে মরশুমের শেষ ম্যাচের জন্য দলের প্রথম একাদশে পাঁচ পাঁচটি বদল ঘটিয়েছে চেন্নাইয়িন। এই ম্যাচে চেন্নাইয়িনের হয়ে অভিষেক হচ্ছে শমিক মিত্রর।
এটিকে মোহনবাগান দলে দুই বদল
এই ম্যাচে প্রথম একাদশে দুই বদল করে মাঠে নামছে এটিকে মোহনবাগান। লাল কার্ডের নির্বাসন কাটিয়ে, আহত হুগো বৌমাসের বদলে দলে এলেন রয় কৃষ্ণ। আশুতোষ মেহেতার বদলে প্রথম একাদশে সুযোগ পেলেন দীপক টাংরি।
চেন্নাইয়িনের বর্তমান পরিস্থিতি
চেন্নাইয়িন এফসি-র পয়েন্ট ১৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন লিগ তালিকায় আট নম্বরে রয়েছে। গত সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি চেন্নাইয়িন। নক আউটে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছে দক্ষিণ ভারতের ক্লাবের। তবে মরশুমের শেষটা জয় দিয়ে করে এটিকে মোহনবাগানের পার্টি ভন্ডুল করে দেওয়ার কিন্তু বড় সুযোগ তাদের কাছে।
মোহনবাগানের বর্তমান পরিস্থিতি
এই মুহূর্তে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিনে রয়েছে এটিকে মোহনবাগান। নাগাড়ে দ্বিতীয় মরশুমে নক আউটের টিকিট পাকা করতে আর চাই মাত্র একটি পয়েন্ট। তাই এই ম্যাচ ড্র করলেই পরের পর্বে পৌঁছে যাবে সবুজ মেরুন। তবে কোচ জুয়ান ফেরান্দো আগেই জানিয়েছেন শিল্ড জয়ই দলের লক্ষ্য। সেই স্বপ্ন সার্থক করতে হলে অবশ্য এই ম্যাচে ড্র নয় জিততেই হবে তাদেরকে। এই ম্যাচে জিতলে লিগ লিডার জামেশদপুরের সঙ্গে সমান পয়েন্ট হয়ে যাবে তাদের। সেক্ষেত্রে শেষ ম্যাচে তাদের হারালেও শীর্ষস্থান পাকা হয়ে যাবে সবুজ-মেরুনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।