ATKMB vs CFC: চেন্নাইয়িনকে ১-০ হারিয়ে রেকর্ড গড়ে নক আউটে পৌঁছল মোহনবাগান
Updated: 03 Mar 2022, 09:27 PM IST- ম্যাচের একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণ।
চেন্নাইয়িনের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই নক আউটে নিজেদের জায়গা পাকা করে ফেলতে এটিকে মোহনবাগান। তবে এক নয়, ১-০ জিতে গোটা তিন পয়েন্ট নিয়ে নক আউটে তো পৌঁছলই, পাশপাশি আইএসএল শিল্ড জয়ের দৌড়েও টিকে থাকল সবুজ মেরুন। ম্যার ম্যারে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িনের হয়ে ভালাক্সিস বিশেষত গোল করার বেশ চেষ্টাচরিত্র করলেও ১-০ স্কোরালাইনেই ম্যাচ শেষ হয়।
রক্ষণভাগে দাপুটে পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হলেন এটিকে মোহনবাগানের তিরি।