সদ্য শেষ হয়েছে চলতি বছরের ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট। চারটি বিভাগ মিলিয়ে মোট ৬ জন টেনিস তারকা তুলেছেন এই খেতাব। তবে শুধু এখানেই শেষ নয়, সামনে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেনের মতো আরও একাধিক টেনিস টুর্নামেন্ট। কিন্তু তার আগে একটি বিশেষ ঘোষণা এল এটিপি ও ডাব্লুটিএর তরফ থেকে। দেরিতে ম্যাচ শেষ হওয়া নিয়ে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে দুই পক্ষ। এমনটাই জানা গিয়েছে তাদের বিবৃতির দ্বারা। পাশাপাশি ম্যাচ চলাকালীন টেনিস বল বদলানো ঘিরেও পদক্ষেপ নিতে চলেছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, 'গোটা বিশ্বে অজস্র টেনিস প্রেমী রয়েছেন। সকলেই মুখিয়ে থাকে বড় টুর্নামেন্টগুলির দিকে। তবে তাদের কথা ভেবে এবার আমরা একটি বড় পদক্ষেপ নিতে চলেছি। সম্প্রতি ম্যাচ শেষ হতে বহু সময় লাগছে। বিশেষ করে দিনের পর দিন মাঝরাতে শেষ হওয়া ম্যাচের সংখ্যা (টিভির পর্দায়) বেড়েই চলেছে। যার জন্য একটা বাজে প্রভাব পড়ছে টেনিসপ্রেমী সহ বিভিন্ন তারকাদের ভক্তদের উপর। অনেকেই এটা ভালো চোখে নিচ্ছেন না। তাই সেই কথা মাথায় রেখে এগুলির উপর আমরা কড়া নজর রাখতে চলেছি। তবে এগুলি সফর ভিত্তিক টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। বড় টুর্নামেন্টের ক্ষেত্রে এগুলি করা সম্ভব নয়।'
এছাড়াও ম্যাচ চলাকালীন বলের বিষয়েও বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দুই পক্ষ। তাদের বক্তব্য, 'আমরা এবার টেনিস বলগুলি রিভিউ করেও দেখার সিদ্ধান্ত নিয়েছি যাতে খেলার মুহূর্তে কোনও রকমের কোনও সমস্যা না হয়। সেই জন্য আমরা বলগুলি দেখে শুনেই খেলায় ব্যবহার করব।'
উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস এবং শেষ হবে ২৮ তারিখে। এবারে ম্যাচ লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে মেলবোর্নকে এবং খেলাগুলি হবে মেলবোর্ন পার্ক স্টেডিয়ামে। তবে এবছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না জনপ্রিয় টেনিস তারকা রাফায়েল নাদাল। সম্প্রতি, তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে এই ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে টিয়ার মাসেলের সমস্যার সমাধান করতে তিনি স্পেনে ফিরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন এবং প্রয়োজনে অস্ত্রপচারও করাবেন। স্প্যানিশ তারকার এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই হতাশ হয়েছেন তাঁর ভক্তরা। এবার দেখার বিষয় শেষ অবধি কে জিতবে এই টুর্নামেন্ট। জানা যাবে কিছুদিনের মধ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।