আধুনিক ক্রিকেটে ফিল্ডিংয়ের মান কোন উচ্চতায় গিয়ে পৌঁছেছে, তার আদর্শ নমুনা পেশ করলেন বেন স্টোকস। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মিচেল মার্শের শটে এমন একটি ছক্কা বাঁচান ব্রিটিশ অল-রাউন্ডার, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা সন্দেহ নেই।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১২তম ওভারে দেখা যায় স্টোকসের অবিশ্বাস্য বাউন্ডারি বাঁচানোর ঘটনা। ১১.১ ওভারে স্যাম কারানের বল তুলে মারেন মিচেল মার্শ। বাউন্ডারি লাইনের ভিতরে থেকে ক্যাচ ধরা সম্ভব নয়, সেটা আগেই বুঝে যান লং-অফে ফিল্ডিং করা স্টোকস। তাই তিনি কিছুটা দৌড়ে এসে শূন্যে শরীর ছুঁড়ে এক হাতে বল ধরেন এবং শূন্য থাকা অবস্থাতেই বল মাঠের মধ্যে ছুঁড়ে দেন। ছক্কার বদলে সেই বলে ২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মার্শকে।
বেন স্টোকসের দুর্দান্ত ফিল্ডিংয়ের পরিচও আগেও পেয়েছে ক্রিকেটবিশ্ব। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সময়েও ফিল্ডিংয়ে ক্রিকেটপ্রেমীদের মন জেতেন তিনি। এবার আরও একবার ক্রিকেটবিশ্বকে সম্মোহিত করলেন স্টোকস।
ইংল্যান্ড প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয়। ফলে এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেন জোস বাটলাররা।
মানুকা ওভালে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। ডেভিড মালান ৮২, মইন আলি ৪৪ ও জোস বাটলার ১৭ রান করেন। স্টোকস ৭ রান করে আউট হন। মার্কাস স্টইনিস ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭০ রানে আটকে যায়। ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৪৫, টিম ডেভিড ৪০ ও মার্কাস স্টাইনিস ২২ রান করেন। ৩টি উইকেট নেন স্যাম কারান। স্টোকস ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মালান।