অ্যান্ডাম জাম্পার ফুলটস বলে রীতিমতো মাঝব্যাটে শট খেলেন হ্যারি ব্রুক। তবে উইকেটকিপার ম্যাথিউ ওয়েডের মনে হয়, সেই বলেও নাকি এলবিডব্লিউ হতে পারতেন ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের সময় স্টাম্পের পিছন থেকে ওয়েডের এমন টিপ্পনি শুনে হেসে ফেলেন ধরাভাষ্যকাররা।
ম্যাচের প্রথম ইনিংসের অষ্টম ওভারে বল করতে আসেন অ্যাডাম জাম্পা। ওভারের পঞ্চম বলটি ফুলটস করে বসেন অজি স্পিনার। ব্যাটসম্যান হ্যারি ব্রুক অতি সহজে সেটির মোকাবিলা করেন। হ্যারির আলতো শটের পরে দুই ব্যাটসম্যান যখন পিচের প্রান্ত বদল করছেন, ঠিক তখনই স্টাম্পের পিছন থেকে ওয়েড বলে ওঠেন, ‘এটা নিশ্চিতভাবেই এলবিডব্লিউ হয়ে যেত জাম্পি বয়।’ ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ঘটনার ভিডিয়ো নিছক হালকা চালেই পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।
অস্ট্রেলিয়াকে যদিও শেষমেশ ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে। ডেভিড মালান দলের হয়ে সব থেকে বেশি ৮২ রান করেন। এছাড়া মইন আলি ৪৪ ও জোস বাটলার ১৭ রানের যোগদান রাখেন। অজিদের হয়ে মার্কাস স্টইনিস ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল মার্শ ৪৫, টিম ডেভিড ৪০ ও মার্কাস স্টইনিস ২২ রান সংগ্রহ করেন। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট দখল করেন স্যাম কারান। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন ডেভিড মালান।
এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। উল্লেখ্য, সিরিজের প্রথম টি-২০ ম্য়াচেও ৮ রানে জয় তুলে নিয়েছিলেন জোস বাটলাররা।