শুভব্রত মুখার্জি
আমেরিকার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বিশ্বজুড়ে বয়ে গিয়েছিল 'ব্ল্যাক লাইভস ম্যাটার্সের' ঝড়। ক্রিকেটের মঞ্চও তার ব্যতিক্রম নয়। এবার অস্ট্রেলিয়া-ভারত সিরিজেও দেখা যাবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। তবে হাঁটু গেড়ে বসে নয়। এবার অভিনয় পদ্ধতিতে সেই প্রতিবাদ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
বর্ণবৈষম্যের বিরুদ্ধে খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে এবার প্রতিবাদ জানাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সাধারনত এক্ষেত্রে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর চল রয়েছে। ক্রিকেট বা ফুটবল মাঠে সেভাবে বসেই সাধারণত প্রতিবাদ জানিয়ে এসেছেন খেলোয়াড়রা।
ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অজি ক্রিকেটাররা অন্য এক উপায়ে প্রতিবাদ জানাবেন বলে স্থির করেছেন। আদিম অধিবাসীদের সংস্কৃতির সমর্থনে এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গোল হয়ে খালি পায়ে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ স্মিথরা।
অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স স্বীকার করে নেন, বর্ণবৈষম্যের বিরুদ্ধে যথেষ্ট প্রতিবাদে সামিল হননি তাঁরা। তাই এবার নতুন এক পন্থা অবলম্বন করে প্রতিবাদ জানাবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ চলাকালীন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পাশে দাঁড়াননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ফলে প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন তাঁরা। প্রবল সমালোচনাও করেছিলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং। তাই এবার প্রথম থেকেই সাবধানী অজিরা। তবে বিরাট কোহলি-সহ ভারতীয় ক্রিকেটাররা সেরকম কোনও প্রতিবাদ দেখাবেন কিনা, সে বিষয়েও এখনও কিছু জানানো হয়নি।