শুভব্রত মুখার্জি
করোনা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে বড় সিরিজ হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া। দুবাই থেকে সোজা সিডনি উড়ে যাবে যাচ্ছেন বিরাটরা। জানুয়ারিতে বাবা হতে চলেছেন বিরাট সেই কারণে তাঁর পিতৃত্বকালীন ছুটি ও মঞ্জুর করেছে বিসিসিআই। প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি।
ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে অ্যাডিলেড ওভালে এবার করোনা আবহেই উপস্থিত থাকবেন ২৭০০০ সমর্থক। মোট দর্শকাসনের অর্ধেক দর্শককে মাঠে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে ভিক্টোরিয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
প্রসঙ্গত ১৭ ডিসেম্বরে অ্যাডিলেডে হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। দুই দেশের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট অর্থাৎ গোলাপী মহারণ হতে চলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে 'অ্যাডিলেড ওভালে দর্শকাসন ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে। প্রত্যেক দিনের জন্য ২৭ হাজার টিকিট দেওয়া হবে।'
কোভিডের কারনে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে দর্শকহীন স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হয়েছে। ২৬ ডিসেম্বরে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য দর্শকাসন কমিয়ে আনা হয়েছে। মোট দর্শকাসনের ২৫ শতাংশ ভর্তি করা হবে। বিবৃতিতে জানানো হয়েছে 'এই মুহূর্তে ভিক্টোরিয়ার সরকার বক্সিং ডে টেস্টের প্রতি দিনের জন্য ২৫ হাজার ক্রিকেটপ্রেমীকে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে। কোভিড পরিস্থিতির উন্নতি হলে আশা করা যায় আরও বেশি টিকিট দেওয়া হবে। তবে তা এখনও নিশ্চিত নয়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।