বাংলা নিউজ > ময়দান > AUS vs IND: প্রতিপক্ষের প্রশংসা কুড়োলেন সিরাজ, পেলেন সুইং বোলারের তকমা

AUS vs IND: প্রতিপক্ষের প্রশংসা কুড়োলেন সিরাজ, পেলেন সুইং বোলারের তকমা

মহম্মদ সিরাজ। ছবি- গেটি ইমেজেস।

অভিষেক ম্যাচের প্রথম ইনিংসের পারফর্ম্যান্সে টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করলেন নবাগত পেসার।

অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে দু'টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। সাজঘরে ফিরিয়েছেন মার্নাস ল্যাবুশান ও ক্রিস গ্রিনকে। তবে তৃতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপরে যেভাবে চাপ বজায় রাখেন সিরাজ, অভিষেককারী কোনও বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করেননি কেউই।

দিনের শেষে স্বাভাবিকভাবেই সিরাজ প্রশংসা কুড়িয়ে নিলেন সতীর্থদের। সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহ সাধুবাদ জানান নবাগত পেসারকে। তবে শুধুমাত্র সতীর্থদের কাছ থেকেই নয়, সিরাজ কুর্নিশ আদায় করে নেন প্রতিপক্ষ দলেরও। টেস্ট কেরিয়ারে যাঁর উইকেট প্রথম তুলে নেন সিরাজ, সেই মার্নাস ল্যাবুশেনও প্রশংসা করেন সিরাজের।

বুমরাহ জানান, মাঝের ওভারগুলোয় সিরাজের বলে নড়াচড়া চোখে পড়েছে। কার্যত সেই দবিকে সমর্থন করেই ল্যাবুশান তরুণ পেসারকে সুইং বোলার তকমা দেন। ল্যাবুশান বলেন, ‘ও (সিরাজ) সিম বোলারের থেকেও বেশি একজন সুইং বোলার। ও প্রায় ৬ ফুটের কাছাকাছি। যেভাবে বল বাইরের দিকে বার করছিল, তাতে বোঝা যায় যে ওর মধ্যে স্কিল রয়েছে।’

সিরাজকে নিয়ে বুমরাহ বলেন, ‘নিজেকে প্রস্তুত করার জন্য ও কঠোর পরিশ্রম করেছে। ও প্রথম সেশনেও বল করতে মুখিয়ে ছিল। দ্বিতীয় সেশনে যখন বোলাররা তেমন সুবিধা পাচ্ছিল না, তখন ও দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে। হঠাৎ করেই ও সুইং আদায় করে নিতে শুরু করে, যেটার যথাযথ ব্যবহার করে সিরাজ। এটা ওর প্রথম ম্যাচ। সেদিক থেকে ও দারুণ বল করেছে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সবরকম স্কিল ব্যবহার করেছে।’

বন্ধ করুন