
Australia vs India: 'কী বলেছিলাম?' অ্যাডিলেডে ভারতের আত্মসমর্পণের পর ভন স্মরণ করালেন ভবিষ্যদ্বাণীর কথা
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2020, 08:24 PM IST- ৪-০ সিরিজ হারবে টিম ইন্ডিয়া, দাবি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের।
নিজের অবস্থান থেকে সরলেন না মাইকেল ভন। বয়ান বদল করলেও ভবিষ্যদ্বাণী মিলবেই বলে জোরালো দাবি পেশ করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
অস্ট্রেলিয়া সফরে ভারত প্রথম ওয়ান ডে খেলার সময় মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যদ্বাণী করেন যে, কোহলিরা তিন ফর্ম্যাটেই অজিদের কাছে বিধ্বস্ত হবে। ভারত ওয়ান ডে সিরিজ হারায় ভনের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছিল। তবে পরবর্তী টি-২০ সিরিজে কোহলিরা জেতার পরে ভনকে তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে খোঁচা হজম করতে হয়।
নেটিজেনরা ছাড়াও ওয়াসিম জাফরের মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাও ভারতের টি-২০ সিরিজ জয়ের পর ভনকে ট্রোল করতে ছাড়েননি।
এবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত টিম পেইনদের কাছে আত্মসমর্পণ করায় ভন নিজের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে বলে পুনরায় দাবি করেন। এবার অবশ্য সব ফর্ম্যাটের কথা উল্লেখ করেননি তিনি। শুধু টেস্টে সিরিজেই ভারত ৪-০ ব্যবধানে হারবে বলে দাবি করেন ভন।
অ্যাডিলেড টেস্টে ভারতের হারের পর ভন টুইট করেন, ‘কী বলেছিলাম? ভারত টেস্ট সিরিজে দুরমুশ হতে চলেছে।’ ভন টুইটের শেষে #4-0 উল্লেখ করতে ভোলেননি।