সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা করলেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার।
গ্যালারি থেকে মহম্মদ সিরাজকে উদ্দেশ্য করে দর্শকদের কটুক্তির জন্য চতুর্থ দিনে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আসরে নামতে হয় নিউ সাউথ ওয়েলস পুলিশকে। নিরাপত্তারক্ষীরা গ্যালারি থেকে অভিযুক্ত দর্শকদের সরিয়ে দেওয়ার পর পুনরায় থেলা শুরু হয়।
দিনের শেষে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি রীতিমতো হতাশা প্রকাশ করেন। ল্যাঙ্গার বলেন, ‘দুঃখিত, এটা অত্যন্ত হতাশাজনক ও লজ্জার। আমি বরাবর একটা বিষয়কে ঘৃণা করি যে, লোকে ভাবে তারা পয়সা খরচ করে ক্রিকেট বা অন্য যে কোনও খেলা দেখতে এসেছে মানে, যাকে খুশি হেনস্থা করতে পারে।’
ল্যাঙ্গার আরও বলেন, ‘আমি একজন খেলোয়াড় হিসেবে এটাকে ঘৃণা করি। আমি একজন কোচ হিসেবে এটাকে ঘৃণা করি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা দেখা যাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় যে, অস্ট্রেলিয়াতেও এটা চোখে পড়ছে।’
ল্যাঙ্গার অবশ্য চলতি সিরিজে এখনও পর্যন্ত দু'দলের ক্রিকেটাররা যেরকম স্পিরিট মেনে ক্রিকেট খেলেছেন, তার প্রশংসা করতে ভোলেননি। ব্যাট-বলের উত্কৃষ্ট লড়াই হয়েছে বলেও জানান অজি কোচ।