
AUS vs IND: আত্মবিশ্বাসের সঙ্গে সাবধান থাকলেই ব্যাটসম্যানরা সাফল্য পাবে: বুমরাহ
১ মিনিটে পড়ুন . Updated: 26 Dec 2020, 10:07 PM IST- চার উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপকে ভাঙেন জসপ্রীত।
শুভব্রত মুখার্জি
তাঁর নেওয়া চার উইকেটে ভর করেই ভারত অস্ট্রেলিয়াকে বক্সিং ডে টেস্টে ১৯৫ রানে বেঁধে ফেলেছে। জো বার্নসের উইকেট নিয়ে বুমরাহের হাত ধরেই শুরু হয় ভারতীয় বোলারদের সাফল্যের যাত্রা। দিনের শেষে ১১ ওভার ব্যাট করে ভারতের স্কোর ১ উইকেটে ৩৬ রান।
এই অবস্থায় দাঁড়িয়ে কিছুটা হলেও দ্বিতীয় দিনের শুরুতে ভারত এগিয়ে থেকে শুরু করবে। এই অবস্থায় ভারতীয় ব্যাটসম্যানদের জন্য বুমরাহর উপদেশ, খুব বেশি রক্ষণাত্মক হলে চলবে না। তবে অত্যাধিক আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসাও চলবে না।
অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩৬ রানে অল-আউটের ঘা এখনও পুরোপুরি শুকায়নি। সেই কথা মাথায় রেখেই বুমরাহ বলেছেন, 'এখনই বেশিদূর ভাবছি না। একটা সেশন ধরে আমাদের এখন এগোতে হবে। মানসিকতার দিক থেকে রক্ষণাত্মক হতে চাই না। পজিটিভ থাকতে চাই। ভুল শট খেলে আউট না হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।'