
AUS vs IND: কিছু লোকের মুখ বন্ধ করতে পেরে খুশি: স্টিভ স্মিথ
১ মিনিটে পড়ুন . Updated: 08 Jan 2021, 11:21 PM IST- সিডনির প্রথম ইনিংসে দুরন্ত শতরান করেন স্মিথ।
শুভব্রত মুখার্জি
অ্যাডিলেড এবং মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে রানের খরা চলছিল স্টিভ স্মিথের। কোনও রকম সাফল্য ব্যাট হাতে না আসায় তাঁর প্রবল সমালোচনা শুরু হয় অজি ক্রিকেটমহলে। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে এক অদ্ভুত ফর্মহীনতায় ভুগছিলেন স্মিথ। প্রথম দুই টেস্টের ৪ ইনিংসে করেছিলেন মাত্র ১০ রান। যা দেখলে বিশ্বাস করার উপায় নেই তিনি বিশ্বের এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান না টেলএন্ডার। তাঁর নামের সঙ্গে পুরোপুরি বেমানান এই পরিসংখ্যান।
অবশেষে চলতি সিডনি টেস্টে ২২৬ বলে ১৬টি চারে সাজানো ১৩১ রানের এক ঝকঝকে ইনিংস উপহার দিয়ে দুর্দান্তভাবে রানে ফিরেছেন তিনি। আর তাঁর এই ইনিংসের মধ্যে দিয়ে দিয়েছেন সমালোচনার জবাব।
দিনের খেলা শেষে ব্রডকাস্টার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বিরক্তি উগরে স্মিথ কোনও রাখঢাক না করে বলেন, ‘কিছুদিন ধরে অনেক জায়গায় পড়েছি যে, লোকে বলছে আমি ফর্ম হারিয়েছি। ফর্ম হারানো আর রানে না থাকার মাঝে একটা পার্থক্য আছে। একটা ভালো ইনিংস খেলেছি। মনে হয় কিছু মানুষকে চুপ করাতে পেরেছি। তিন-চার সপ্তাহ আগে থেকেই মনে হচ্ছিল, সিডনিতে হয়তো দু’টি সেঞ্চুরি করতে পারব।'