
Aus vs Ind: গাব্বায় দুরন্ত ইনিংসে ধোনিকে পিছনে ফেললেন পন্ত, গড়লেন নয়া নজির
১ মিনিটে পড়ুন . Updated: 20 Jan 2021, 12:11 PM IST- পন্ত ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে।
শুভব্রত মুখার্জি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁর উইকেটকিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অনেক বিশেষজ্ঞ চেয়েছিলেন ঋষভ পন্তকে দলের বাইরে রাখা হোক। অনেকে তো আবার বলেছিলেন, তাঁর ব্যাটিংয়ে রয়েছে শৃঙ্খলার অভাব। ফলে তাঁকে বসিয়ে সুযোগ দেওয়া হোক ঋদ্ধিমান সাহাকে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চোখ হিরেকে চিনে একেবারেই ভুল করেনি। সেটা মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসেই কিছুটা প্রমাণ করেছিলেন। সিডনি এবং ব্রিসবেনে যাবতীয় সমালোচনা মাঠের বাইরে ফেলে দিলেন।
ব্রিসবেনে ম্যাচ জেতানো অপরাজিত ৮৯ রানের ইনিংসের মধ্যেই পন্ত ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। অস্ট্রেলিয়া সফরে নতুন মাইলস্টোন গড়লেন ঋষভ পন্ত। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১,০০০ রান করার নজির গড়লেন তিনি। গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় এই রেকর্ড গড়েন পন্ত। ব্রিসবেন টেস্টে খেলতে মাঠে নামার আগে ১,০০০ রান থেকে মাত্র চব্বিশ রান দূরে ছিলেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে প্রথম রান করার সঙ্গে সঙ্গেই ১,০০০ রানের গণ্ডি টপকে যান তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান পন্ত।