
AUS vs IND: ব্যাট হাতে অনবদ্য নজির, কিংবদন্তি রিচার্ডসদের পাশে ঋষভ পন্ত
১ মিনিটে পড়ুন . Updated: 27 Dec 2020, 09:48 AM IST- পন্তের আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন আরও এক ভারতীয়।
অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে অনবদ্য নজির গড়লেন ঋষভ পন্ত। মেলবোর্নে চলতি বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৩টি বাউন্ডারির ৪০ বলে ২৯ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। তাতেই তিনি ইতিহাসে জায়গা করে নেন।
অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে টানা ৮টি টেস্ট ইনিংসে ২৫ বা তারও বেশি রান সংগ্রহ করেন পন্ত। আটটি টেস্ট ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২৫, ২৮, ৩৬, ৩০, ৩৯, ৩৩, অপরাজিত ১৫৯ ও ২৯।
অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সফরকারী ব্যাটসম্যান টানা আটটির বেশি ইনিংসে ২৫ বা তারও বেশি রান সংগ্রহ করতে পারেননি। টানা আটটি ইনিংসে অন্তত ২৫ রান করার নজির রয়েছে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড, ভারতের রুসি সুরতি ও কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ভিভ রিচার্ডসের দখলে। চতুর্থ ক্রিকেটার হিসেবে সেই তালিকায় নিজের নাম যোগ করলেন পন্ত।
১৯৬৭-৬৮'র অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড, মেলবোর্ন, ব্রিসবেন ও সিডনির চারটি টেস্টের আটটি ইনিংসে ভারতের রুসি করেছিলেন যথাক্রমে ৭০, ৫৩, ৩০, ৪৩, ৫২, ৬৪, ২৯ ও ২৬ রান। সুতরাং, দ্বিতীয় ভারতীয় হিসেবে এমন নজির ছুঁলেন পন্ত।