বাংলা নিউজ > ময়দান > অনন্য নজির নটরাজনের, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম তুললেন তরুণ পেসার

অনন্য নজির নটরাজনের, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম তুললেন তরুণ পেসার

টি নটরাজন। ছবি- টুইটার।

নজির গড়লেন ওয়াশিংটন সুন্দরও।

আইপিএলের দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে নেট বোলার হিসেবে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার সুযোগ পেয়ে যান টি নটরাজন। পরে কেকেআরের বরুণ চক্রবর্তী কাঁধের চোটে টি-২০ স্কোয়াড থেকে ছিটকে যাওয়ায় ভারতের টি-২০ দলে ঢুকে পড়নে নটরাজন।

অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজ শুরুর আগে নভদীপ সাইনি পিঠে ব্যথা অনুভব করায় জাতীয় নির্বাচকরা নটরাজনকে ভারতের ওয়ান ডে স্কোয়াডেও ঢুকিয়ে দেন।

ওয়ান ডে ও টি-২০ সিরিজে চমকপ্রদ অভিষেক হয় নটরাজনের। বিশেষ করে টি-২০ সিরিজে নজরকাড়া বোলিং করেন ইয়র্কার বিশেষজ্ঞ। সীমিত ওভারের সিরিজ শেষ হলেও নটরাজনকে টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ায় রেখে দেয় টেস্ট স্কোয়াডের সঙ্গে। নেট বোলার হিসেবে স্কোয়াডে থাকলেও তৃতীয় টেস্টের আগে টিম ম্যানেজমেন্টের অনুরোধক্রমে নির্বাচকরা টেস্ট স্কোয়াডেও জায়গা করে দেন নটরাজনকে।

এবার একই সঙ্গে বুমরাহ, অশ্বিন ও জাদেজা চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়ায় গাব্বায় টেস্ট অভিষেক হয় তরুণ পেসারের।

ব্রিসবেনে টেস্ট ক্যাপ হাতে পাওয়া মাত্র নটরাজন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকালীন জায়গা করে নেন। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, একই সফরে যাঁর টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাটেই আন্তর্জাতিক অভিষেক হয়। সবমিলিয়ে ইতিহাসের ১৭ নম্বর ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন নটরাজন।

দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একই মরশুমে তিন ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করেন নটরাজন। তাঁর আগে ২০১২-১৩ মরশুমে তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের হয়ে মাঠে নামেন ভুবনেশ্বর কুমার।

অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর তৃতীয় কণিষ্ঠ ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই মাঠে নামেন। ইশান্ত শর্মা ১৯ বছর ১৫২ দিন বয়সে এমন নজির গড়েন। ঋষভ পন্ত ২১ বছর ১৭ দিন বয়সে এমন কৃতিত্ব অর্জন করেন। সুন্দর ২১ বছর ১০২ দিন বয়সে তিন ফর্ম্যাটেই জাতীয় দলের জার্সি গায়ে চাপান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.