
Australia vs India: টেস্টে সর্বকালীন লজ্জার নজির টিম ইন্ডিয়ার
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2020, 11:09 AM IST- সবথেকে কম রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস।
লজ্জার নজির টিম ইউন্ডিয়ার। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডে-নাইট টেস্টের দ্বিতীয় ইনিংসে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ৩৬ রানে। টেস্টে ক্রিকেটের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত ভারতের সবথেকে কম রানের সর্বকালীন রেকর্ড।
এর আগে ভারতের সবথেকে কম রানের টেস্ট ইনিংস ছিল ৪২ রানের। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে এমন লজ্জার নডির গড়েছিল টিম ইন্ডিয়া। ৪৬ বছরের পুরনো সেই নজির ভেঙে দিলেন কোহলিরা।
সবমিলিয়ে টেস্টের ইতিহাসে এটি যুগ্মভাবে চতুর্থ সর্বনিন্ম স্কোর। টেস্টে সবথেকে কম ২৬ রানে আউট হয়েছে নিউজিল্যান্ড। ৩০, ৩৫ ও ৩৬ রানে অল-আউট হওয়ার নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়া একবার অল-আউট হয় ৩৬ রানে।
এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবথেকে কম রানের ইনিংস ছিল ৫৮ রানের। ১৯৪৭ সালে ব্রিসবেনে নিজেদের প্রথম ইনিংসে ভারত অল-আউট হয়েছিল ৫৮ রানে। এতদিন সেটা ছিল ভারতীয় দ্বিতীয় সর্বনিন্ম টেস্ট ইনিংস। এবার সেটা চলে যায় তৃতীয় স্থানে।
ভারতের হয়ে পৃথ্বী শ ৪, মায়াঙ্ক আগরওয়াল ৯, জসপ্রীত বুমরাহ ২, চেতেশ্বর পূজারা ০, বিরাট কোহলি ৪, অজিঙ্কা রাহােন ০, হনুমা বিহারী ৮, ঋদ্ধিমান সাহা ৪, রবিচন্দ্রন অশ্বিন ০, উমেশ যাদব অপরাজিত ৪ ও মহম্মদ শামি অবসৃত ১ রান করেন।