বাংলা নিউজ > ময়দান > Aus vs Ind: 'নিজেই বোকা প্রমাণিত', অশ্বিনকে ‘অশ্রাব্য’ স্লেজিংয়ের জন্য ক্ষমা চাইলেন পেইন

Aus vs Ind: 'নিজেই বোকা প্রমাণিত', অশ্বিনকে ‘অশ্রাব্য’ স্লেজিংয়ের জন্য ক্ষমা চাইলেন পেইন

বিধ্বস্ত টিম পেইন। (ছবি সৌজন্য, টুইটার @cricketcomau)

মঙ্গলবার আচমকা ক্ষমা চান পেইন।

সিডনিতে শেষদিন একেবারে অভিশপ্ত কেটেছে টিম পেইনের। তিনটি ক্যাচ ফস্কানোর পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে ‘কুরুচিকর’ ভাষায় স্লেজিং করায় সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার অধিনায়কের। ম্যাচের শেষে অবশ্য সেই ধরনের ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। সঙ্গে তাঁর সাফাই, ‘আমিও মানুষ।’

মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে পেন বলেন, ‘গতকাল ম্যাচের শেষে আমি দ্রুত ওর (অশ্বিন) সঙ্গে কথা বলি। আমি ওকে বলি যে কেন কীরকম বোকা দেখাচ্ছে আমায়, তাই নয় কি? তুমি তোমার মুখ খোলার পর ক্যাচ ফেলে দাও। তা নিয়ে কিছুটা হাসহাসিও করি এবং সবকিছু ঠিক আছে।’

সোমবার সিডনিতে অস্ট্রেলিয়ার জয়ের পথে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিন। কোনওভাবেই তাঁদের আউট করতে পারছিলেন না অজিরা। তাই ভারতীয়দের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে উইকেটের পিছন থেকে স্লেজিং শুরু করেন পেইন। ১২২ তম ওভার শুরুর আগে উইকেটের পিছন থেকে অশ্বিনকে বলেন, ‘অ্যাশ, গাব্বা টেস্টের জন্য অপেক্ষা করতে পারছি না।’ সঙ্গে মুখ দিয়ে বিকৃত আওয়াজ করেন পেইন। তাতে পালটা দেন অশ্বিন। বলেন, ‘তোমায় ভারত দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। ওটা তোমার শেষ সিরিজ হবে।’ তাতে অবশ্য থামেননি পেইন। বলেন, ‘অত্যন্ত সতীর্থরা আমায় পছন্দ করেন….।’ তারপর যে শব্দের ব্যবহার করেন পেইন, তা লেখার অযোগ্য।

তারই রেশ ধরে মঙ্গলবার আচমকা সংবাদমাধ্যমের সামনে হাজির হন পেইন। সেখানে তাঁর থাকার কথাও ছিল না। কিন্তু ‘গতকালের (সোমবার) কয়েকটি বিষয়ে জানানোর জন্য’ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অজি অধিনায়ক বলেন, ‘গতকাল একজনের বিষয়ে যেভাবে আমি এগিয়েছি, তা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। বিশেষত আমি যেভাবে দলকে নেতৃত্ব দিই, তাতে গর্ববোধ করি। কিন্তু গতকাল সেই ধারার জন্য খুব খারাপ দিন।’ সঙ্গে পেইন যোগ করেন, ‘আমার অধিনায়কত্ব উপযুক্ত ছিল না। ম্যাচের যে চাপ ছিল, তা উপর চেপে বসতে দিয়েছিলাম। আমার নিজের যে আশা এবং দলের যে মাপকাঠি, তা পূরণ করতে পারিনি আমি।’

এমনিতেই আম্পায়ারের বিরুদ্ধে আচরণের জন্য পেইনের ম্যাচ ফি'র ১৫ শতাংশ কাটা গিয়েছে। পেইন বলেন, ‘আমিও মানুষ। গতকাল আমি যে ভুলগুলি করেছি, সেজন্য ক্ষমা চাইছি। গত ১৮ মাসে আমরা অত্যন্ত ভালো মান তৈরি করেছি। কিন্তু গতকাল তাতে কিছুটা চোনা পড়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.