বাংলা নিউজ > ময়দান > Aus vs Ind: অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৯ বছরে অনন্য নজির স্পর্শ রাহানের ভারতের

Aus vs Ind: অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৯ বছরে অনন্য নজির স্পর্শ রাহানের ভারতের

জয়ের পর উচ্ছ্বাস ঋষভ পন্ত এবং নভদীপ সাইনির। (ছবি সৌজন্য রয়টার্স)

অভাবনীয় পারফরম্যান্স ভারতীয় দলের।

শুভব্রত মুখার্জি

একে করোনাকাল, তার উপরে দীর্ঘ দিন ২২ গজের বাইরে থাকার পরে প্রথম সিরিজ ছিল। সঙ্গে কঠোর বায়ো-বাবলের মধ্যে থেকে লড়াই। অস্ট্রেলিয়ায় সবদিক থেকেই লড়াইটা ভীষণ কঠিন ছিল ভারতের কাছে। তার উপর টেস্ট সিরিজ চলাকালীন চোট-আঘাত পেয়ে একের পর এক ভারতীয় ক্রিকেটার ছিটকে গিয়েছিলেন। সবমিলিয়ে হিমালয়সম চাপের মধ্যে ছিলেন অজিঙ্কা রাহানেরা। সঙ্গে ছিল অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউটের লজ্জা।

সেই ম্যাচের পর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসেন বিরাট কোহলি। ফলে টেস্ট সিরিজ বাঁচানোই তখন ভারতের কাছে ছিল একটা বড়সড় চ্যালেঞ্জ। ভারতীয় ক্রিকেটাররা শুধু যে সেটা করে দেখালেন তা নয়, অজিদের হাত থেকে ছিনিয়ে নিলেন টেস্ট সিরিজও। সেই সঙ্গে বর্ডার-গাভাসকার ট্রফি নিজেদের দখলে রাখলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ১-০-তে পিছিয়ে পড়ার পরে কামব্যাক করে সিরিজ জয়ের ঘটনা একেবারে বিরলতম ঘটনার মধ্যে পড়ে। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে পিছিয়ে পড়ে ফিরে এসে সিরিজ জেতার নজির খুব কম। 

অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৯ বছরের ইতিহাসে মাত্র চারবার এই ঘটনা ঘটেছে। সেই পরিসংখ্যান বুঝিয়ে দেয়, কতটা অসাধ্য সাধন করেছে রাহানে বাহিনী। সেইসব সিরিজের ছোটো ইতিবৃত্ত -

১) ১৮৮২-৮৩ সালের সিরিজে ১-০-তে পিছিয়ে পড়ার পরে ইংল্যান্ড ২-১ ফলে সিরিজ জিতেছিল।

২) ১৯১১-১২ সালের সিরিজে ১-০-তে পিছিয়ে পড়ার পরে ফের ইংল্যান্ড ৪-১ ফলে দুরমুশ করেছিল অজিদের।

৩) ১৯৫৪-৫৫ সালের সিরিজে ১-০-তে পিছিয়ে পড়ার পরে ৩-১ ফলে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।

৪) ২০২০-২১ সালের সিরিজে ১-০-তে পিছিয়ে যাওয়ার পরে ২-১ ফলে সিরিজ জিতে সেই বিরল তালিকায় স্থান করে নিল রাহানের ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.