বাংলা নিউজ > ময়দান > Aus vs Ind: ‘বিরাট আর ৫ জন খেলোয়াড়ের মতোই’, অস্ট্রেলিয়ানরা 'ওকে ঘৃণা করতে ভালোবাসে' : পেইন

Aus vs Ind: ‘বিরাট আর ৫ জন খেলোয়াড়ের মতোই’, অস্ট্রেলিয়ানরা 'ওকে ঘৃণা করতে ভালোবাসে' : পেইন

২০১৮ সালে বিরাট কোহলি এবং টিম পেইনের মধ্যে সেই ‘ডুয়েল’ (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

২০১৮ সালে মাঠে পেইন এবং বিরাটের দ্বৈরথ দেখা গিয়েছিল। দু'জন একে অপরের কাছেও চলে এসেছিলেন।

সিডনিতে পৌঁছে সদ্য অনুশীলনে নেমেছেন বিরাট কোহলিরা। তারইমধ্যে অস্ট্রেলিয়া শিবির থেকে শুরু হয়েছে কথার ফোয়ারা। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন জানালেন, আর পাঁচজনের মতো বিরাটকে দেখেন তিনি। আর অজি খেলোয়াড়রা ভারতীয় অধিনায়ককে ‘ঘৃণা করতে ভালোবাসেন’।

এবিসি স্পোর্টসে পেইন বলেন, ‘বিরাট কোহলিকে নিয়ে আমায় প্রচুর প্রশ্ন করা হয়। ও আমার কাছে পাঁচজনের মতো খেলোয়াড়। ওটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। সত্যি কথা বলতে ওর সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই। টসের সময় ওর সঙ্গে দেখা হয়। ওর সঙ্গে খেলি। সেটাই যা হয়।’

অজি অধিনায়ক জানান, বিরাটকে নিয়ে ব্যক্তিগতভাবে দু'ধরনের মানসিকতা আছে। পেইনের কথায়, ‘বিরাটের বিষয়টি মজাদার। আমরা ওকে ঘৃণা করতে ভালোবাসি। একইসঙ্গে ক্রিকেটভক্ত হিসেবে ওর ব্যাটিং দেখতে ভালোবাসি। সেরকম ক্ষেত্রে ও অবশ্য মেরুকরণ করতে পারে। ওকে ব্যাট করতে দেখতে আমাদের ভালো লাগে। তবে ওর বেশি রান দেখতে মোটেও ভালো লাগে না।’ 

২০১৮ সালে মাঠে পেইন এবং বিরাটের দ্বৈরথ দেখা গিয়েছিল। দু'জন একে অপরের কাছেও চলে এসেছিলেন। তবে তা পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যায়নি। পেইন বলেন, ‘অস্ট্রেলিয়া ও ভারত - সর্বদাই এটা উত্তেজক লড়াই। ও অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলোয়াড় এবং আমিও তেমন। তাই আগে কয়েকটি এমন ঘটনা হয়েছে, যখন আমাদের মধ্যে কথা হয়েছে। তবে সেটা এই কারণে নয় যে ও অধিনায়ক এবং আমি অধিনায়ক বলে, এটা যে কেউ হতে পারে।’

এমনিতে অস্ট্রেলিয়ার সঙ্গে বিরাটের সম্পর্ক খুব একটা মধুর নয়। তা অবশ্য উলটে বিরাটকে তাতিয়ে দেয়। আর সেই প্রমাণ মিলেছিল ২০১৪ সালে। সেবার চারটি শতরান-সহ চার ম্যাচে ৬৯২ রান করেছিলেন বিরাট। প্রথম টেস্ট অ্যাডিলেডে জোড়া শতরান করেছিলেন। ২০১২ সালেও সেই মাঠেই শতরান হাঁকিয়েছিলেন। ২০১৮ সালে অবশ্য ব্যাট হাতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খুব একটা ভালো যায়নি বিরাটের। চার ম্যাচে করেছিলেন ২৮২ রান। তবে তাঁর নেতৃত্বে ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারত। এবার মাত্র একটি টেস্ট খেলবেন বিরাট। যা অস্ট্রেলিয়ার পক্ষে যথেষ্ট স্বস্তির খবর।

পেইন বলেন, ‘ওর মতো খেলোয়াড় যখন থাকে, তখন সবসময় উত্তেজনা থাকে। আপনি যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন, তখনও বিষয়টি একই হয়। সেক্ষেত্রে জো রুট বা বেন স্টোকস থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এটা হয় যে আপনার দল (বিপক্ষের) সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে এগিয়ে যায়। যখন বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিজে আসেন, তখন প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.