শুভব্রত মুখার্জি
আর কয়েকদিন পরেই মহারণে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এই সিরিজে তিনটি ফর্ম্যাটেই সিরিজ খেলবে দু'দল। সেই সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বের সবথেকে 'ক্ষমতাশালী' ক্রিকেটার বলে আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর।
তাঁর অভিমত, মাঠে অত্যন্ত আগ্রাসী অধিনায়ক কোহলি। এমন আগ্রাসী অধিনায়ক সচরাচর দেখা যায় না। মাঠে আগ্রাসী আচরণ হলেও মাঠের বাইরে দেশের দূত হিসেবে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন কোহলি।
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে থেকেই চড়েছে উন্মাদনার পারদ। বর্ডার-গাভাসকার ট্রফিতে সিরিজ শুরুর আগে কোনও সফরকারী দল নিয়ে এরকম উন্মাদনা সাধারণত দেখা য়ায না। তবে পিতৃত্বকালীন ছুটির কারণে শেষ তিন টেস্টে খেলবেন না কোহলি। তাতে সমর্থকদের হতাশা যেমন রয়েছে, তেমন ব্যবসায়িকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী সংস্থাও।
তারইমধ্যে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলির বন্দনায় মেতে উঠেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে টেলর বলেছেন, 'বিশ্ব ক্রিকেটে কোহলি একজন অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তিত্ব। মাঠে আগ্রাসী নেতৃত্ব দেয় ও। মাঠের বাইরেও সঠিকভাবে দেশের প্রতিনিধিত্ব করে ও। এই দুটি ভূমিকা দক্ষতার সঙ্গে পালন করছে কোহলি।'