বাংলা নিউজ > ময়দান > AUS vs SA: মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ইনিংসে জয় অস্ট্রেলিয়ার

AUS vs SA: মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ইনিংসে জয় অস্ট্রেলিয়ার

উচ্ছ্বসিত অজি শিবির। ছবি- এপি।

Australia vs South Africa 2nd Test: বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসের খামতিই মেটাতে পারল না দক্ষিণ আফ্রিকা। এক ম্য়াচ বাকি থাকতেই সিরিজ জয় অজিদের।

ব্রিসবেনের প্রথম টেস্ট দু'দিনেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নের দ্বিতীয় টেস্ট চতুর্থ দিনে টেনে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচের ফলাফলে কোনও বদল হয়নি। বক্সিং ডে টেস্টেও একতরফা জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেন প্যাট কামিন্সরা।

মেলবোর্নে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। মারকো জানসেন ৫৯ ও কাইল ভেরেইন ৫২ রান করেন। ক্যামেরন গ্রিন ২৭ রানে ৫টি উইকেট নেন।

পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫৭৫ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ডেভিড ওয়ার্নার ২০০, অ্যালেক্স ক্যারি ১১১, স্টিভ স্মিথ ৮৫, ট্রেভিস হেড ৫১ ও ক্যামেরন গ্রিন অপরাজিত ৫১ রান করেন। এনরিখ নরকিয়া ৯২ রানে ৩টি উইকেট নেন। ১৪৪ রানে ২টি উইকেট নেন কাগিসো রাবাদা।

আরও পড়ুন:- অশ্বিনকে স্লেজিংয়ের চেষ্টা করেছিলেন মেহেদি-লিটন, কীভাবে এককথায় মুখ বন্ধ করে দিয়েছিলেন, নিজেই জানালেন রবিচন্দ্রন

প্রথম ইনিংসের নিরিখে ৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ১ উইকেটে ১৫ রান তুলে। তার পর থেকে খেলা শুরু করে চতুর্থ দিনে প্রোটিয়া দল তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২০৪ রানে। এক ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে মেলবোর্ন টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি ৬৫ রান করেনন তেম্বা বাভুমা। এছাড়া সারেল এরউই ২১, থিউনিস ডি'ব্রুইন ২৮, খায়া জোন্দো ১, কাইল ভেরেইন ৩৩, মারকো জানসেন ৫, কেশব মহারাজ ১৩, কাগিসো রাবাদা ৩, এনরিখ নরকিয়া অপরাজিত ৮ ও লুঙ্গি এনগিদি ১৯ রান করেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন ডিন এলগার।

আরও পড়ুন:- শেষ ৫টি ইনিংসে টানা ৪টি শতরান ও ১টি অর্ধশতরান, তবু IPL নিলামে উপেক্ষিত অভিমন্যু

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ন্যাথন লিয়ঁ ৫৮ রানে ৩টি উইকেট নেন। ৪৯ রানে ২টি উইকেট দখল করেন স্কট বোল্যান্ড। ১টি করে উইকেট পকেটে পোরেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ।

কেরিয়ারের শততম টেস্ট দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। সেদিক থেকে ম্য়ান অফ দ্য ম্যাচের স্বীকৃতি দিয়ে কেরিয়ারের মাইলস্টোন টেস্ট স্মরণীয় করে রাখেন ডেভিড। ৪ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দু'দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সন্ত্রাসবাদীদের জন্য কেন কেঁদেছিলেন’, বাটলা হাউস নিয়ে সোনিয়াকে আক্রমণ নড্ডার ‘‌টাকা কত লাগবে দেখে নিন’‌, টিকিট পেতে অর্থ দেওয়ার অভিযোগ, কবিরের অডিয়ো ফাঁস দ্বিতীয় বিয়ের পর মিলেছে খোঁটা! অপমান ভুলে রাতুলে মজে রূপাঞ্জনা, বউভাতের ঝলক বান্ধবীর জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় পাকিস্তানে বন্ধুকে গুলি করে খুন যুবকের ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড Mango Benefits: আম স্বাদ ও স্বাস্থ্যের ভাণ্ডার, আম খেলে কী কী উপকার পাবেন দেখুন হেলথ ফুড ক্যাটাগরি থেকে বাদ পড়ল হরলিক্স! ছোটদের জন্য আর স্বাস্থ্যকর নয় এটি? দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে

Latest IPL News

ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.