প্রথম ২টি টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ জয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবার তৃতীয় টেস্টের শুরুটাও দাপটেই সঙ্গেই করে তারা। সিডনি টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে বড় রানের ভিত গড়ে ফেলে অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যদিও ইনিংসের একেবারে শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বসে তারা। চতুর্থ ওভারে এনরিখ নরকিয়ার বলে মারকো জানসেনের হাতে ধরা পড়েন ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার আগে ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১০ রান করেন তিনি। অস্ট্রেলিয়া দলগত ১২ রানের মাথায় ১ উইকেট হারায়।
ডেভিড সস্তায় আউট হলেও উসমান খোওয়াজাকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করান মার্নাস ল্যাবুশান। দ্বিতীয় উইকেটের জুটিতে দু'জনে যোগ করেন ১৩৫ রান। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দু'জনেই।
বৃষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় প্রথম দিনে খেলা হয় মোটে ৪৭ ওভার। দিনের শেষ বেলায় নরকিয়া ল্যাবুশানের উইকেট তুলে নেওয়া মাত্রই প্রথম দিনের খেলা শেষ হয়।
মার্নাস ব্যক্তিগত ৭৯ রানের মাথায় কাইল ভেরেইনের দস্তানায় ধরা দিয়ে সাজঘরে ফেরেন। ১৫১ বলের ইনিংসে তিনি ১৩টি চার মারেন। উসমান নট-আউট থাকেন ব্যক্তিগত ৫৪ রানে। ১২১ বলের ইনিংসে তিনি ৬টি চার মেরেছেন।
নরকিয়া ১১ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। উইকেট পাননি দক্ষিণ আফ্রিকার আর কোনও বোলারই।
উল্লেখ্য, ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। মেলবোর্নের দ্বিতীয় টেস্টে অজিরা জয় তুলে নেয় এক ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে। এবার সিডনি টেস্টে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে অজিদের সামনে।
সিডনি টেস্টে অস্ট্রলিয়ার প্রথম একাদশ: উসমান খোওয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ম্য়াট রেনশ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যাস্টন এগর, প্যাট কামিন্স (ক্যাপ্টেন), ন্যাথন লিয়ঁ ও জোশ হ্যাজেলউড।
সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: ডিন এলগার (ক্যাপ্টেন), সারেল এরউই, এনরিখ ক্লাসেন, তেম্বা বাভুমা, খায়া জোন্দো, কাইল ভেরেইন (উইকেটকিপার), মারকো জানসেন, সাইমন হারমার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।