প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা। এবার খেতাবি লড়াইয়ে সম্মুখমরে নামে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শেষমেশ আয়োজকদের টেক্কা দিয়ে ফের বিশ্বকাপের ট্রফি হাতে অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টের সেরা গার্ডনার
ব্যাট হাতে ১১০ রান করার পাশাপাশি বল হাতে ১০টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যাশলেই গার্ডনার।
ম্যাচের সেরা বেথ মুনি
৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বেথ মুনি।
ফের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে আটকে যায়। ১৯ রানে ম্যাচ জিতে ফের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এই নিয়ে মোট ৬ বার মেয়েদের টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ১০ বলে ৮ রান করেন নাদিন। ৬ বলে ৯ রান করেন সিনালো। ২৩ রানে ১ উইকেট নেন মেগান। ২০ রানে ১ উইকেট দখল করেন গার্ডনার। ২৫ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন ব্রাউন। ২১ রানে ১ উইকেট নেন জেস জোনাসেন।
শেষ ওভারে ২৭ রান দরকার দক্ষিণ আফ্রিকার
১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য শেষ ওভারে ২৯ রান দরকার তাদের। জাফতা ৬ ও নাদিন ৪ রানে ব্যাট করছেন।
রান-আউট অ্যানেক
১৭.৬ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অ্যানেক বশ। ২ বলে ১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১২২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিনালো জাফতা।
ট্রায়নকে ফেরালেন জোনাসেন
১৭.২ ওভারে জেস জোনাসেনকে ছক্কা মারেন ক্লোয়ি ট্রায়ন। ১৭.৪ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ২৩ বলে ২৫ রান করেন ট্রায়ন। মারেন ২টি চার ও ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ১২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যানেক বশ।
লরাকে ফেরালেন মেগান
১৬.৩ ওভারে মেগান শুটের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লরা উলভার্ট। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৩টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ১০৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাদিন ডি'ক্লার্ক। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১১৪ রান। জিততে শেষ ৩ ওভারে ৪৩ রান দরকার তাদের। ১৯ রানে ব্যাট করছেন ট্রায়ন।
লরা উলভার্টের হাফ-সেঞ্চুরি
৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লরা উলভার্ট। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৯৮ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৯ রান দরকার তাদের। লরা ৫৮ ও ট্রায়ন ১২ রানে ব্যাট করছেন।
জর্জিয়ার ওভারে ওঠে ১৫ রান
১৪তম ওভারে জর্জিয়ার বলে ১টি চার মারেন ট্রায়ন। ১টি ছক্কা মারেন লরা। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৮৮ রান। লরা ৪৯ ও ট্রায়ন ১১ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন উলভার্ট
১৩তম ওভারে মোট ১৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তালিয়া ম্যাকগ্রার বলে ১টি ছক্কা মারেন লরা উলভার্ট। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৭৩ রান। ৩৮ বলে ৪১ রান করেছেন লরা। মেরেছেন ৩টি চার ও ২টি ছক্কা। ৯ বলে ৫ রান করেছেন ক্লোয়ি ট্রায়ন।
রান-আউট সুনে লুস
১০.৪ ওভারে লরার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সুনে লুস। ৫ বলে ২ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৫৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্লোয়ি ট্রায়ন।
৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৫ রান দরকার দক্ষিণ আফ্রিকার। ৩০ বলে ২৮ রান করেছেন লরা উলভার্ট। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। ২ বলে ১ রান করেছেন সুনে লুস।
সাজঘরে ফিরলেন মারিজান
সপ্তম ওভারে ব্রাইনের বলে ১টি করে চার মারেন মারিজান ও লরা। অষ্টম ওভারে জোনাসেনের বলে ১টি ছক্কা মারেন উলভার্ট। ৮.৬ ওভারে গার্ডনারের বলে ব্রাউনের হাতে ধরা পড়েন মারিজান। ১১ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৪৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লুনে লুস।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২২ রান। ১৫ বলে ৭ রান করেছেন লরা উলভার্ট। ৪ বলে ৪ রান করেছেন মারিজান কাপ।
তাজমিনকে ফেরালেন ব্রাউন
৪.৬ ওভারে ডার্সি ব্রাউনের বলে তালিয়া ম্যাকগ্রার হাতে ধরা পড়েন তাজমিন ব্রিটস। ১৭ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। দক্ষিণ আফ্রিকা ১৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারিজান কাপ।
সতর্ক শুরু তাজমিনদের
৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৮ রান। লরা উলভার্ট ১২ বলে ৫ রান করেছেন। ৬ বলে ২ রান করেছেন তাজমিন ব্রিটস।
রান তাড়া শুরু দক্ষিণ আফ্রিকার
তাজমিন ব্রিটসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লরা উলভার্ট। বোলিং শুরু করেন মেগান শুট। পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন লরা। প্রথম ওভারে ৪ রান ওঠে।
দেড়শো টপকে থামল অস্ট্রেলিয়া
নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। সুতরাং, বিশ্বচ্যাম্পিন হতে দক্ষিণ আফ্রিকার দরকার ১৫৭ রান। বেথ মুনি ৫৩ বলে ৭৪ রান করে নট-আউট থাকেন। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। ১ বলে ১ রান করেন তালিয়া। শাবনিম ২৬ রানে ২টি উইকেট নেন। ৩৫ রানে ২টি উইকেট নেন মারিজান কাপ।
জর্জিয়া আউট
পরপর ২ বলে ২টি উইকেট নিলেন শাবনিম ইসমাইল। ১৯.৫ ওভারে জর্জিয়াকে বোল্ড করেন তিনি। ব্যাট করতে নামেন তালিয়া ম্যাকগ্রা।
এলিস পেরি আউট
শেষ ওভারে ইসমাইলের প্রথম বলে ছক্কা মারেন মুনি। দ্বিতীয় বলে চার মারেন তিনি। চতুর্থ বলে ব্রিটসের হাতে ধরা পড়েন এলিস পেরি। ৫ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জর্জিয়া ওয়ারহ্যাম।
হাফ-সেঞ্চুরি মুনির
৮টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেথ মুনি। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। মুনি ৫৬ ও পেরি ৫ রানে ব্যাট করছেন।
মেগ ল্যানিং আউট
১৭.১ ওভারে মারিজান কাপের বলে ট্রায়নের হাতে ধরা পড়েন মেগ ল্যানিং। ১১ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১২২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এলিস পেরি। তিনি ক্রিজে এসেই বাউন্ডারি মারেন।
সাজঘরে ফিরলেন হ্যারিস
১৪.১ ওভারে ননকুলুলেকোর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন গ্রেস হ্যারিস। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১০৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগ ল্যানিং। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১০৬ রান।
১০০ টপকাল অস্ট্রেলিয়া
১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া। ১৩তম ওভারে নাদিনের বলে পরপর ২টি চার মারেন মুনি। ১৪তম ওভারে ট্রায়নকে বাউন্ডারিতে পাঠান হ্যারিস। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১০৩ রান। মুনি ৪১ রানে ব্যাট করছেন।
গার্ডনারকে ফেরালেন ট্রায়ন
১১.৫ ওভারে ক্লোয়ি ট্রায়নের বলে সুনে লুসের হাতে ধরা পড়েন অ্যাশলেই গার্ডনার। ২১ বলে ২৯ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। অস্ট্রেলিয়া ৮২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস।১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮৩ রান। ৩০ রানে ব্যাট করছেন বেথ মুনি।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭৩ রান। ১৬ বলে ২৭ রান করেছেন অ্যাশলেই গার্ডনার। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ২৫ বলে ২৫ রান করেছেন বেথ মুনি। তিনি ৪টি চার মেরেছেন।
ব্যাট চালাচ্ছেন গার্ডনার
নবম ওভারে নাদিনের বলে পরপর ২টি ছক্কা মারেন অ্যাশলেই গার্ডনার। ওভারে মোট ১৩ রান ওঠে। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৬ রান। মুনি ১৯ ও গার্ডনার ২৬ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল অস্ট্রেলিয়া
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। মলাবার শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন গার্ডনার। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৩ রান। বেথ মুনি ১৮ ও গার্ডনার ১৪ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র শেষ ওভারে কোনও রান দেননি শাবনিম ইসমাইল। ৬ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান। ১৭ বলে ১৫ রান করেছেন বেথ মুনি। মেরেছেন ৩টি চার।
হিলিকে ফেরালেন মারিজান
পঞ্চম ওভারের শুরুতেই মারিজান কাপের বলে ১টি করে চার মারেন অ্যালিসা হালি ও বেথ মুনি। ওভারের শেষ বলে নাদিন ডি'ক্লার্কের হাতে ধরা পড়েন হিলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৮ রান করেন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৩৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার।
জমাট শুরু অস্ট্রেলিয়ার
তৃতীয় ওভারে মারিজান কাপের বলে ১টি চার মারেন বেথ মুনি। ওভারে ৬ রান ওঠে। চতুর্থ ওভারে খাকার বলে ১টি চার মারেন মুনি। ওভারে ৭ রান ওঠে। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৫ রান। বেথ মুনি ১০ ও অ্যালিসা হিলি ১৩ রানে ব্যাট করছেন।
রিভিউ খোয়াল দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় ওভারে বল করতে আসেন শাবনিম ইসমাইল। ওভারের দ্বিতীয় বলে চার মারেন হিলি। শেষ বলে হিলির বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন জানিয়ে রিভিউ খোয়ায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে মোট ৭ রান ওঠে। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১২ রান। হিলি ১০ রানে ব্যাট করছেন।
ফাইনালের লড়াই শুরু
বেথ মুনিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি। বোলিং শুরু করেন ননকুলুলেকো মলাবা। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন হিলি। শেষ বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে ৫ রান ওঠে।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, মারিজান কাপ, ক্লোয়ি ট্রায়ন, নাদিন ডি'ক্লার্ক, সুনে লুস (ক্যাপ্টেন), অ্যানেক বশ, সিনালো জাফতা (উইকেটকিপার), শাবনিম ইসমাইল, আয়াবঙ্গা খাকা, ননকুললেকো মলাবা।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), অ্যাশলেই গার্ডনার, এলিস পেরি, তালিয়া ম্যাকগ্রা, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, জেস জোনাসেন, মেগান শুট ও ডার্সি ব্রাউন।
টস জিতল অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে মেগ ল্যানিং শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে দক্ষিণ আফ্রিকা। উভয় দলই সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
ইতিহাস গড়ার হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৫ বার মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা টানা ৭ বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা নেয়। শুধু মেয়েদের ক্রিকেটেই নয়, সিনিয়র পর্যায়ে দক্ষিণ আফ্রিকার ছেলেরাও কখনও কোনও ফর্ম্যাটে বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। সেদিক থেকে সুনে লুসরা ইতিমধ্যেই নজির গড়েছেন। এবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে চিরকালীন ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
কোন পথে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
১. এ-গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে যায়।
২. এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে দেয়।
৩. এ-গ্রুপের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায়।
৪. এ-গ্রুপের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে বিধ্বস্ত করে।
৫. সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে দেয়।
কোন পথে ফাইনালে অস্ট্রেলিয়া
১. এ-গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারায়।
২. এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে।
৩. এ-গ্রুপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দেয়।
৪. এ-গ্রুপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারায়।
৫. সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে দেয়।