বাংলা নিউজ > ময়দান > AUS vs SA World Cup Final: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এই নিয়ে ৬ বার
ট্রফি নিয়ে অস্ট্রেলিয়া দল। ছবি- এএফপি।

AUS vs SA World Cup Final: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এই নিয়ে ৬ বার

Australia vs South Africa ICC Women's T20 World Cup 2023 Final Live Score: বেথ মুনির লড়াকু হাফ-সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় অস্ট্রেলিয়া। শেষমেশ জয়ের খুব কাছে এসেও থেমে যেতে হয় আয়োজকদের।

প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা। এবার খেতাবি লড়াইয়ে সম্মুখমরে নামে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শেষমেশ আয়োজকদের টেক্কা দিয়ে ফের বিশ্বকাপের ট্রফি হাতে অস্ট্রেলিয়া।

26 Feb 2023, 09:48:18 PM IST

টুর্নামেন্টের সেরা গার্ডনার

ব্যাট হাতে ১১০ রান করার পাশাপাশি বল হাতে ১০টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যাশলেই গার্ডনার।

26 Feb 2023, 09:46:59 PM IST

ম্যাচের সেরা বেথ মুনি

৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বেথ মুনি।

26 Feb 2023, 09:34:20 PM IST

ফের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে আটকে যায়। ১৯ রানে ম্যাচ জিতে ফের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এই নিয়ে মোট ৬ বার মেয়েদের টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ১০ বলে ৮ রান করেন নাদিন। ৬ বলে ৯ রান করেন সিনালো। ২৩ রানে ১ উইকেট নেন মেগান। ২০ রানে ১ উইকেট দখল করেন গার্ডনার। ২৫ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন ব্রাউন। ২১ রানে ১ উইকেট নেন জেস জোনাসেন।

26 Feb 2023, 09:30:17 PM IST

শেষ ওভারে ২৭ রান দরকার দক্ষিণ আফ্রিকার

১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য শেষ ওভারে ২৯ রান দরকার তাদের। জাফতা ৬ ও নাদিন ৪ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 09:26:53 PM IST

রান-আউট অ্যানেক

১৭.৬ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অ্যানেক বশ। ২ বলে ১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১২২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিনালো জাফতা।

26 Feb 2023, 09:24:58 PM IST

ট্রায়নকে ফেরালেন জোনাসেন

১৭.২ ওভারে জেস জোনাসেনকে ছক্কা মারেন ক্লোয়ি ট্রায়ন। ১৭.৪ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ২৩ বলে ২৫ রান করেন ট্রায়ন। মারেন ২টি চার ও ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ১২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যানেক বশ।

26 Feb 2023, 09:19:31 PM IST

লরাকে ফেরালেন মেগান

১৬.৩ ওভারে মেগান শুটের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লরা উলভার্ট। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৩টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ১০৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাদিন ডি'ক্লার্ক। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১১৪ রান। জিততে শেষ ৩ ওভারে ৪৩ রান দরকার তাদের। ১৯ রানে ব্যাট করছেন ট্রায়ন।

26 Feb 2023, 09:09:51 PM IST

লরা উলভার্টের হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লরা উলভার্ট। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৯৮ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৯ রান দরকার তাদের। লরা ৫৮ ও ট্রায়ন ১২ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 09:07:52 PM IST

জর্জিয়ার ওভারে ওঠে ১৫ রান

১৪তম ওভারে জর্জিয়ার বলে ১টি চার মারেন ট্রায়ন। ১টি ছক্কা মারেন লরা। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৮৮ রান। লরা ৪৯ ও ট্রায়ন ১১ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 09:04:25 PM IST

ব্যাট চালাচ্ছেন উলভার্ট

১৩তম ওভারে মোট ১৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তালিয়া ম্যাকগ্রার বলে ১টি ছক্কা মারেন লরা উলভার্ট। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৭৩ রান। ৩৮ বলে ৪১ রান করেছেন লরা। মেরেছেন ৩টি চার ও ২টি ছক্কা। ৯ বলে ৫ রান করেছেন ক্লোয়ি ট্রায়ন।

26 Feb 2023, 08:54:55 PM IST

রান-আউট সুনে লুস

১০.৪ ওভারে লরার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সুনে লুস। ৫ বলে ২ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৫৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্লোয়ি ট্রায়ন।

26 Feb 2023, 08:49:16 PM IST

৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৫ রান দরকার দক্ষিণ আফ্রিকার। ৩০ বলে ২৮ রান করেছেন লরা উলভার্ট। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। ২ বলে ১ রান করেছেন সুনে লুস।

26 Feb 2023, 08:47:29 PM IST

সাজঘরে ফিরলেন মারিজান

সপ্তম ওভারে ব্রাইনের বলে ১টি করে চার মারেন মারিজান ও লরা। অষ্টম ওভারে জোনাসেনের বলে ১টি ছক্কা মারেন উলভার্ট। ৮.৬ ওভারে গার্ডনারের বলে ব্রাউনের হাতে ধরা পড়েন মারিজান। ১১ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৪৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লুনে লুস।

26 Feb 2023, 08:40:51 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২২ রান। ১৫ বলে ৭ রান করেছেন লরা উলভার্ট। ৪ বলে ৪ রান করেছেন মারিজান কাপ।

26 Feb 2023, 08:33:49 PM IST

তাজমিনকে ফেরালেন ব্রাউন

৪.৬ ওভারে ডার্সি ব্রাউনের বলে তালিয়া ম্যাকগ্রার হাতে ধরা পড়েন তাজমিন ব্রিটস। ১৭ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। দক্ষিণ আফ্রিকা ১৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারিজান কাপ।

26 Feb 2023, 08:23:18 PM IST

সতর্ক শুরু তাজমিনদের

৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৮ রান। লরা উলভার্ট ১২ বলে ৫ রান করেছেন। ৬ বলে ২ রান করেছেন তাজমিন ব্রিটস।

26 Feb 2023, 08:15:11 PM IST

রান তাড়া শুরু দক্ষিণ আফ্রিকার

তাজমিন ব্রিটসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লরা উলভার্ট। বোলিং শুরু করেন মেগান শুট। পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন লরা। প্রথম ওভারে ৪ রান ওঠে।

26 Feb 2023, 08:02:08 PM IST

দেড়শো টপকে থামল অস্ট্রেলিয়া

নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। সুতরাং, বিশ্বচ্যাম্পিন হতে দক্ষিণ আফ্রিকার দরকার ১৫৭ রান। বেথ মুনি ৫৩ বলে ৭৪ রান করে নট-আউট থাকেন। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। ১ বলে ১ রান করেন তালিয়া। শাবনিম ২৬ রানে ২টি উইকেট নেন। ৩৫ রানে ২টি উইকেট নেন মারিজান কাপ।

26 Feb 2023, 08:00:36 PM IST

জর্জিয়া আউট 

পরপর ২ বলে ২টি উইকেট নিলেন শাবনিম ইসমাইল। ১৯.৫ ওভারে জর্জিয়াকে বোল্ড করেন তিনি। ব্যাট করতে নামেন তালিয়া ম্যাকগ্রা।

26 Feb 2023, 07:58:53 PM IST

এলিস পেরি আউট

শেষ ওভারে ইসমাইলের প্রথম বলে ছক্কা মারেন মুনি। দ্বিতীয় বলে চার মারেন তিনি। চতুর্থ বলে ব্রিটসের হাতে ধরা পড়েন এলিস পেরি। ৫ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জর্জিয়া ওয়ারহ্যাম। 

26 Feb 2023, 07:49:34 PM IST

হাফ-সেঞ্চুরি মুনির

৮টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেথ মুনি। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। মুনি ৫৬ ও পেরি ৫ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 07:47:18 PM IST

মেগ ল্যানিং আউট

১৭.১ ওভারে মারিজান কাপের বলে ট্রায়নের হাতে ধরা পড়েন মেগ ল্যানিং। ১১ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১২২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এলিস পেরি। তিনি ক্রিজে এসেই বাউন্ডারি মারেন।

26 Feb 2023, 07:35:47 PM IST

সাজঘরে ফিরলেন হ্যারিস

১৪.১ ওভারে ননকুলুলেকোর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন গ্রেস হ্যারিস। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১০৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগ ল্যানিং। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১০৬ রান।

26 Feb 2023, 07:33:30 PM IST

১০০ টপকাল অস্ট্রেলিয়া

১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া। ১৩তম ওভারে নাদিনের বলে পরপর ২টি চার মারেন মুনি। ১৪তম ওভারে ট্রায়নকে বাউন্ডারিতে পাঠান হ্যারিস। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১০৩ রান। মুনি ৪১ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 07:25:06 PM IST

গার্ডনারকে ফেরালেন ট্রায়ন

১১.৫ ওভারে ক্লোয়ি ট্রায়নের বলে সুনে লুসের হাতে ধরা পড়েন অ্যাশলেই গার্ডনার। ২১ বলে ২৯ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। অস্ট্রেলিয়া ৮২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস।১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮৩ রান। ৩০ রানে ব্যাট করছেন বেথ মুনি।

26 Feb 2023, 07:14:37 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭৩ রান। ১৬ বলে ২৭ রান করেছেন অ্যাশলেই গার্ডনার। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ২৫ বলে ২৫ রান করেছেন বেথ মুনি। তিনি ৪টি চার মেরেছেন।

26 Feb 2023, 07:11:17 PM IST

ব্যাট চালাচ্ছেন গার্ডনার

নবম ওভারে নাদিনের বলে পরপর ২টি ছক্কা মারেন অ্যাশলেই গার্ডনার। ওভারে মোট ১৩ রান ওঠে। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৬ রান। মুনি ১৯ ও গার্ডনার ২৬ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 07:07:35 PM IST

৫০ টপকাল অস্ট্রেলিয়া

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। মলাবার শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন গার্ডনার। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৩ রান। বেথ মুনি ১৮ ও গার্ডনার ১৪ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 07:01:09 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র শেষ ওভারে কোনও রান দেননি শাবনিম ইসমাইল। ৬ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান। ১৭ বলে ১৫ রান করেছেন বেথ মুনি। মেরেছেন ৩টি চার।

26 Feb 2023, 06:57:20 PM IST

হিলিকে ফেরালেন মারিজান

পঞ্চম ওভারের শুরুতেই মারিজান কাপের বলে ১টি করে চার মারেন অ্যালিসা হালি ও বেথ মুনি। ওভারের শেষ বলে নাদিন ডি'ক্লার্কের হাতে ধরা পড়েন হিলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৮ রান করেন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৩৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার।

26 Feb 2023, 06:50:13 PM IST

জমাট শুরু অস্ট্রেলিয়ার

তৃতীয় ওভারে মারিজান কাপের বলে ১টি চার মারেন বেথ মুনি। ওভারে ৬ রান ওঠে। চতুর্থ ওভারে খাকার বলে ১টি চার মারেন মুনি। ওভারে ৭ রান ওঠে। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৫ রান। বেথ মুনি ১০ ও অ্যালিসা হিলি ১৩ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 06:43:01 PM IST

রিভিউ খোয়াল দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় ওভারে বল করতে আসেন শাবনিম ইসমাইল। ওভারের দ্বিতীয় বলে চার মারেন হিলি। শেষ বলে হিলির বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন জানিয়ে রিভিউ খোয়ায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে মোট ৭ রান ওঠে। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১২ রান। হিলি ১০ রানে ব্যাট করছেন।

26 Feb 2023, 06:31:33 PM IST

ফাইনালের লড়াই শুরু

বেথ মুনিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি। বোলিং শুরু করেন ননকুলুলেকো মলাবা। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন হিলি। শেষ বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে ৫ রান ওঠে।

26 Feb 2023, 06:17:00 PM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, মারিজান কাপ, ক্লোয়ি ট্রায়ন, নাদিন ডি'ক্লার্ক, সুনে লুস (ক্যাপ্টেন), অ্যানেক বশ, সিনালো জাফতা (উইকেটকিপার), শাবনিম ইসমাইল, আয়াবঙ্গা খাকা, ননকুললেকো মলাবা।

26 Feb 2023, 06:12:19 PM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), অ্যাশলেই গার্ডনার, এলিস পেরি, তালিয়া ম্যাকগ্রা, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, জেস জোনাসেন, মেগান শুট ও ডার্সি ব্রাউন।

26 Feb 2023, 06:04:55 PM IST

টস জিতল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে মেগ ল্যানিং শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে দক্ষিণ আফ্রিকা। উভয় দলই সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

26 Feb 2023, 05:59:05 PM IST

ইতিহাস গড়ার হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৫ বার মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা টানা ৭ বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা নেয়। শুধু মেয়েদের ক্রিকেটেই নয়, সিনিয়র পর্যায়ে দক্ষিণ আফ্রিকার ছেলেরাও কখনও কোনও ফর্ম্যাটে বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। সেদিক থেকে সুনে লুসরা ইতিমধ্যেই নজির গড়েছেন। এবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে চিরকালীন ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

26 Feb 2023, 05:53:36 PM IST

কোন পথে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

১. এ-গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে যায়।২. এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে দেয়।৩. এ-গ্রুপের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায়।৪. এ-গ্রুপের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে বিধ্বস্ত করে।৫. সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে দেয়। 

26 Feb 2023, 05:49:43 PM IST

কোন পথে ফাইনালে অস্ট্রেলিয়া

১. এ-গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারায়।২. এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে।৩. এ-গ্রুপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দেয়।৪. এ-গ্রুপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারায়।৫. সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে দেয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.