বাংলা নিউজ > ময়দান > AUS vs SA: যেন উড়ন্ত বাজ মার্নাস, মেলবোর্নে দুর্ধর্ষ ক্যাচ ল্যাবুশানের, ভিডিয়ো

AUS vs SA: যেন উড়ন্ত বাজ মার্নাস, মেলবোর্নে দুর্ধর্ষ ক্যাচ ল্যাবুশানের, ভিডিয়ো

দুর্দান্ত ক্যাচ ল্যাবুশানের। ছবি- স্ক্রিন গ্র্যাব।

Australai vs South Africa 2nd Test: বক্সিং ডে টেস্টের প্রথম দিনে মিচেল স্টার্কের বলে প্রোটিয়া তারকা খায়া জোন্দোর অবিশ্বাস্য ক্যাচ ধরেন মার্নাস ল্যাবুশান।

মার্নাস ল্যাবুশান এই মুহূর্তে শুধু আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যানই নন, বরং বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারও বটে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করার পাশাপাশি ফিল্ডিংয়েও দলের পারফর্ম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অজি তারকা। মেলবোর্ন টেস্টে আরও একবার ফিল্ডিংয়ে নজর কাড়লেন মার্নাস। স্টার্কের বলে প্রোটিয়া তারকা খায়া জোন্দোর দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৮.৩ ওভারে মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের ফুল লেনথ ডেলিভারিতে কভার ড্রাইভ মারেন খায়া। বল হাওয়ায় ভেসে যায়। যদিও মাটি থেকে খুব উঁচুতে ওঠেনি বল। মার্নাস নিজের বাঁ-দিকে শূন্যে শরীর ছুঁড়ে ক্যাচ ধরেন। প্রতিক্রিয়ার জন্য খুব বেশি সময় পাননি মার্নাস। এক্ষেত্রে ক্যাচ ধরার জন্য অত্যন্ত তৎপরতা দেখান তিনি। জোন্দো ১৯ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ম্যাচের রাশ থাকে অস্ট্রেলিয়ার হাতে। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। একসময় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তারা প্রথম ইনিংসে দু'শোর কাছাকাছি পৌঁছতে সক্ষম হয় কাইল ভেরেইন ও মারকো জানসেনের সৌজন্যে। প্রথম ইনিংসে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন কাইল ও মারকো।

আরও পড়ুন:- AUS vs SA: বল লাগল স্টাম্পে, তবু আউট হলেন না ব্য়াটসম্যান, মেলবোর্নে ‘ভালো ছেলেকে সান্তার উপহার’, ভিডিয়ো

কাইল ৩টি বাউন্ডারির সাহায্য়ে ৯৯ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। জানসেন ১০টি বাউন্ডারির সাহায্যে ১৩৬ বলে দলের হয়ে সব থেকে বেশি ৫৯ রান করেন। এছাড়া ডিন এলগার ২৬, সারেল এরউই ১৮, থিউনিস ডি'ব্রুইন ১২, তেম্বা বাভুমা ১, খায়া জোন্দো ৫, কেশব মহারাজ ২, কাগিসো রাবাদা ৪, লুঙ্গি এনগিদি ২ ও এনরিখ নরকিয়া অপরাজিত ১ রান করেন।

আরও পড়ুন:- AUS vs SA: দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামিয়ে ইতিহাস গড়লেন IPL নিলামে ১৭.৫ কোটি পাওয়া অজি তারকা

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৩টি ক্যাচ ধরেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। ক্যামেরন গ্রিন দলের হয়ে সব থেকে বেশি ৫টি উইকেট সংগ্রহ করেন। টেস্ট ক্রিকেটে এই প্রথম তিনি এক ইনিংসে পাঁচ উইকেটের মুখ দেখলেন। এছাড়া মিচেল স্টার্ক ২টি এবং স্কট বোল্যান্ড ও ন্যাথন লিয়ঁ ১টি করে উইকেট পকেটে পোরেন। কৃপণ বোলিং করলেও উইকেট পাননি প্যাট কামিন্স।

জবাবে ব্য়াট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪৫ রান তোলে। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার উসমান খোওয়াজা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.