মাত্র দু'দিনেই শেষ ব্রিসবেন টেস্ট। পেস বোলারদের স্বর্গরাজ্যে ব্যাটসম্যানদের আত্মসমর্পণের ছবি দেখা যায় আগাগোড়া। শেষমেশ প্রোটিয়াদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৫২ রানে অল-আউট করে অস্ট্রেলিয়া। কাইল ভেরেইন ৬৪ রান করেন। মিচেল স্টার্ক ও ন্যাথন লিয়ঁ ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তোলে। ট্রেভিস হেড অপরাজিত ছিলেন ৭৮ রানে। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১৮ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৬৬ রানের লিড হাতে পেয়ে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:- IND vs BAN 1st Test: শাকিবের প্রতিরোধ ভেঙে চট্টগ্রাম টেস্টে দাপুটে জয় ভারতের
ট্রেভিস হেড ৯২ রানে আউট হন। কাগিসো রাবাদা ৪টি ও মারকো জানসেন ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন এনরিখ নরকিয়া। ১টি উইকেট দখল করেন লুঙ্গি এনগিদি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৯ রানে অল-আউট হয়ে যায়। খায়া জোন্দো ৩৬ ও তেম্বা বাভুমা ২৯ রান করেন। প্যাট কামিন্স ৫টি এবং মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪ রানের। অজিরা ৪ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যান ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অতিরিক্ত হিসেবে তারা ১৯ রান উপহার পায়। ৪টি উইকেটই নেন কাগিসো রাবাদা। বোলারদের রামরাজত্বে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের সেরা হন ট্রেভিস হেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।