বাংলা নিউজ > ময়দান > Women's T20 WC Final: ধোনিদেরও নেই এমন ক্যাপ্টেন্সি রেকর্ড, ফাইনালের মঞ্চে বিরল ‘সেঞ্চুরি’ ল্যানিংয়ের

Women's T20 WC Final: ধোনিদেরও নেই এমন ক্যাপ্টেন্সি রেকর্ড, ফাইনালের মঞ্চে বিরল ‘সেঞ্চুরি’ ল্যানিংয়ের

মেগ ল্যানিং। ছবি- এএফপি।

Australia vs South Africa Women's T20 World Cup Final: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস করতে নামা মাত্রই এমন এক রেকর্ড গড়েন মেগ ল্যানিং, যা ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে বিশ্বের আর কোনও ক্যাপ্টেনের নেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস করতে নামা মাত্রই বিরল এক বিশ্বরেকর্ড গড়েন মেগ ল্যানিং। এমন এক কৃতিত্ব অর্জন করেন তিনি, যা এর আগে বিশ্বের আর কোনও ক্রিকেটারের দখলে নেই। বরং বলা ভালো যে, ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে বিশ্বের আর কোনও ক্যাপ্টেনের যে নজির নেই, তেমনই রেকর্ড গড়েন ল্যানিং।

আসলে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অস্ট্রেলিয়ার টি-২০ ক্যাপ্টেন হিসেবে মেগ ল্যানিংয়ের ১০০তম ম্যাচ। এই নিরিখে তিনি বিরল সেঞ্চুরি করেন। বিশ্বের আর কোনও ক্রিকেটার ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দেননি। ছেলেদের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি, অ্যারন ফিঞ্চদের থামতে হয় এই মাইলস্টোন থেকে বেশ কিছুটা দূরে।

ল্যানিং শুধু মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, এমন নয়। মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ৩০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজিরও রয়েছে তাঁর দখলেই। চলতি বিশ্বকাপেই এই নিরিখে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে (২৪টি) পিছনে ফেলে দিয়েছেন ল্যানিং।

আরও পড়ুন:- Women's T20 WC: দ্বিতীয়বার ট্রফি জয়ের হ্যাটট্রিক, দেখুন কাদের হারিয়ে ৬ বার মেয়েদের T20 বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া

মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করা ৫ ক্রিকেটার:-
১. মেগ ল্যানিং: অস্ট্রেলিয়াকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
২. হরমনপ্রীত কউর: ভারতকে ৯৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
৩. শার্লট এডওয়ার্ডস: ইংল্যান্ডকে ৯৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
৪. মেরিসা আগুলেইরা: ওয়েস্ট ইন্ডিজকে ৭৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
৫. হেথার নাইট: ইংল্যান্ডকে ৬৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করা ৫ ক্রিকেটার:-
১. অ্যারন ফিঞ্চ: অস্ট্রেলিয়াকে ৭৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
২. মহেন্দ্র সিং ধোনি: ভারতকে ৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
৩. ইয়ন মর্গ্যান: ইংল্যান্ডকে ৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
৪. কেন উইলিয়ামসন: নিউজিল্যান্ডকে ৬৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
৫. বাবর আজম: পাকিস্তানকে ৬৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন:- বারবার ২১ বার! ICC ট্রফি জয়ের নিরিখে অস্ট্রেলিয়ার সাফল্যের ধারেকাছে নেই কেউ, ছেলেদের তুলনায় অজি মেয়েরা বেশি সফল

ক্যাপ্টেন মেগ ল্যানিংয়ের এমন দুর্দান্ত মাইলস্টোন বিশ্বকাপের ট্রফি দিয়ে স্মরণীয় করে রাখে অস্ট্রেলিয়া। এবার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ১৯ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে আটকে যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন