প্রথম ম্যাচে অল্প রানের পুঁজি নিয়েও সহজেই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য শ্রীলঙ্কার কড়া টক্কর দিল অজিদের। তা সত্ত্বেও শেষমেশ সুপার ওভারে ম্যাচ ছিনিয়ে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।
শ্রীলঙ্কা প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করার আহ্বান জানায়। গত ম্যাচের হিরো বেন ম্যাকডারমট এদিন অবশ্য রান পাননি। তিনি মাত্র ১৮ রান করেই সাজঘরে ফেরেন। অজি অধিনায়ক ফিঞ্চ (২৫), গ্লেন ম্যাক্সওয়েল (১৫), স্টিভ স্মিথ (১৪) মার্কাস স্টইনিস (১৯), বড় তারকারা কেউই রান পাননি। মূলত জোস ইংলিশের (৩২ বলে ৪৮) গোছানো ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে ১৬৪ রান করে অজিরা।
আইপিএল নিলামে ১০ কোটিরও অধিক মূল্য পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা গত ম্যাচে চার উইকেট পাওয়ার পর, এই ম্যাচেও দুই উইকেট। চামিরাও ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নেন। সদ্য ৫০ লক্ষ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া চামিকা করুণারত্নে চার ওভার হাত ঘুরিয়ে ২৮ রান খরচ করেন। কোনো উইকেট পাননি তিনি। ব্যাট করতে নেমে গুণতিলকা প্রথম বলেই আউট হলেও, লঙ্কানদের হয়ে অপর ওপেনার পাথুম নিশঙ্কা ৭৩ রানের (৫৩ বলে) এক দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক দাসুন শানাকাও ৩৪ রান করেন।
তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় ম্যাচ বের করতে ব্যর্থ হয় লঙ্কানরা। বলের পর ব্যাটে হাতেও ব্যর্থ নতুন নাইট। শূন্য রানে আউট হন করুণারত্নে। অজিদের হয়ে চার ওভারে মাত্র ২২ রান খরচ করে তিন উইকেট নেন জোস হ্যাজেলউড। প্যাট কামিন্স ৩০ রানের বিনিময়ে এক উইকেট নেন। সুপার ওভারেও দুর্ধর্ষ বোলিং করেন হ্যাজেলউড। মাত্র পাঁচ রান খরচ করেন তিনি। সুপার ওভারে তিন বলেই ম্যাচ শেষ করে দেন স্টইনিস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।