বাংলা নিউজ > ময়দান > AUS vs WI 2nd T20I: ১১০ মিটারের দাবনীয় ছক্কা টিম ডেভিডের, ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া, ভিডিয়ো

AUS vs WI 2nd T20I: ১১০ মিটারের দাবনীয় ছক্কা টিম ডেভিডের, ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া, ভিডিয়ো

ছক্কা হাঁকাচ্ছেন টিম ডেভিড। ছবি- এএফপি (AFP)

Australia vs West Indies 2nd T20I: দুই ডেভিডেই বাজিমাত অস্ট্রেলিয়ার, বিশ্বকাপের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস সংগ্রহ করে নিলেন অ্যারন ফিঞ্চরা।

দুই ডেভিডেই বাজিমাত। ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডের ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে বিশ্বকাপের আগে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের কৃতিত্বও অর্জন করেন অ্যারন ফিঞ্চরা।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে কষ্ট করে জিততে হয়েছিল অজিদের। তবে দ্বিতীয় ম্যাচে একতরফা দাপট দেখা যায় অস্ট্রেলিয়ার। বিশেষ করে অজিদের আশ্বস্ত করবে টিম ডেভিডের ফর্ম। তাঁকে যে উদ্দেশ্যে বিশ্বকাপের স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা, সেই পথে যথাযথ অগ্রসর হচ্ছেন তিনি।

ব্রিসবেনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ডেভিড ওয়ার্নার ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৪১ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- India vs Pakistan: ব্যর্থ হল রিচার লড়াই, এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের মুখ দেখল ভারত

এছাড়া টিম ডেভিড ২০ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। তাঁর একটি ছক্কায় বল উড়ে যায় ১১০ মিটার দূরে।

বাকিদের মধ্যে অ্যারন ফিঞ্চ ১৫, স্টিভ স্মিথ ১৭ ও ম্যাথিউ ওয়েড ১৬ রান করেন। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স তিনজনেই ১ রান করে যোগদান রাখেন। আলজারি জোসেফ ৩টি, ওবেদ ম্যাককয় ২টি ও ওডিন স্মিথ ১টি উইকেট নেন।

আরও পড়ুন:- পাকিস্তানের কাছে হারের পরে ভারতের Asia Cup-এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কতটা? পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বুঝতে পারবেন

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ রানে আটকে যায়। ৩১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। কাইল মায়ের্স ৬, জনসন চার্লস ২৯, ব্র্যান্ডন কিং ২৩, নিকোলাস পুরান ২, জেসন হোল্ডার ১৬, রোভম্যান পাওয়েল ১৮, আকিল হোসেন ২৫, ওডিন স্মিথ ৪, আলজারি জোসেফ ১১ ও ইয়ানিক কারিয়া ২ রান করেন।

মিচেল স্টার্ক ২০ রানে ৪ উইকেট দখল করেন। ৩২ রানে ২টি উইকেট নেন প্যাট কামিন্স। ১টি করে উইকেট দখল করেন ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা। উইকেট পাননি জোস হ্যাজেলউড। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডেভিড ওয়ার্নার। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁরই হাতে।

বন্ধ করুন