সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ জিততে তুলনায় ঘাম ঝরাতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে গা গরম হওয়ার আগেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতে সিরিজের দখল নেয় অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ম্যাচ জিততে ১৫ ওভারও খরচ করেননি অ্যারন ফিঞ্চরা।
টাউন্সভিলের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা ২৭.৫ ওভারে মাত্র ৯৬ রানে অল-আউট হয়ে যায়। ইনোসেন্ট কাইয়া ২, মারুমানি ৪, মাধেভেরে ০, সিয়ান উইলিয়ামস ২৯, সিকন্দর রাজা ১৭, রেগিস চাকাবভা ১০, টনি মুনিয়ঙ্গা ১০, রায়ান বার্ল ১০, জংউই ১, ব্র্যাড ইভান্স ২ ও রিচার্ড ১ রান করেন।
মিচেল স্টার্ক ২৪ রানে ৩টি উইকেট নেন। ২১ রানে ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। ৭ রানে ২টি উইকেট দখল করেন ক্যামেরন গ্রিন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন জোস হ্যাজেলউড ও অ্যাস্টন এগর। উইকেট পাননি স্টইনিস।
জবাবে ব্যট করতে নেমে অস্ট্রেলিয়া ১৪.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলে ম্যাচ জিতে যায়। ডেভিড ওয়ার্নার ১৩ ও অ্যারন ফিঞ্চ ১ রান করে আউট হন। স্টিভ স্মিথ ৪৭ ও অ্যালেক্স ক্যারি ২৬ রানে অপরাজিত থাকেন। ২টি উইকেটই নেন রিচার্ড।
অস্ট্রেলিয়া ২১২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে। সেই সঙ্গে তারা এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে নেয়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মিচেল স্টার্ক।
আরও পড়ুন:- ‘গণপতি বাপ্পা’-র সামনে হাত জোড় করে দাঁড়িয়ে ওয়ার্নার! মন জিতলেন অজি তারকা
উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ে সেই ম্যাচে ২০০ রানের গণ্ডি ছুঁলেও দ্বিতীয় ম্যাচে ১০০ রানও টপকাতে পারেনি।
জিম্বাবোয়ের বিরুদ্ধে পরপর ২টি ম্যাচ জিতে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের মূল্যবান ২০ পয়েন্ট সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে তারা ১৪ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ নম্বরে উঠে আসে। অস্ট্রেলিয়া সুপার লিগ টেবিলে পিছনে ফেলে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।